আগের ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়েছিলেন। নিজের অষ্টম টি-টোয়েন্টি ম্যাচেই পারভেজ হোসেন পেয়ে গিয়েছিলেন প্রথম সেঞ্চুরি। এই সংস্করণে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি  হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। ৯ ছক্কা মেরে সেদিন পারভেজ  ভেঙে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের  হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।

অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ঠিক পরের ম্যাচের একাদশেই কি না নেই পারভেজ হোসেন!  কেন সেঞ্চুরি করেও নেই পারভেজ? বিসিবি সূত্রে জানা গেছে, গত ম্যাচে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন। যে কারণে গত ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি। ওই ব্যথা আজ তাঁকে একাদশ থেকেই ছিটকে দিয়েছে।  

শুধু পারভেজ নন, বাংলাদেশের একাদশে আজ সব মিলিয়ে পরিবর্তন এসেছে ৪টি। এই সিরিজে খেলোয়াড়দের অদল-বদল করে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এর অংশ হিসেবেই আজ এত বদল বলে জানা গেছে বিসিবি সূত্রে।

চোট কাল হয়ে দাঁড়াল পারভেজের জন্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।

আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ