আগের ম্যাচে ছক্কা বৃষ্টি বইয়ে দিয়েছিলেন। নিজের অষ্টম টি-টোয়েন্টি ম্যাচেই পারভেজ হোসেন পেয়ে গিয়েছিলেন প্রথম সেঞ্চুরি। এই সংস্করণে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি  হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। ৯ ছক্কা মেরে সেদিন পারভেজ  ভেঙে দিয়েছিলেন এক ইনিংসে বাংলাদেশের  হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।

অথচ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আজ ঠিক পরের ম্যাচের একাদশেই কি না নেই পারভেজ হোসেন!  কেন সেঞ্চুরি করেও নেই পারভেজ? বিসিবি সূত্রে জানা গেছে, গত ম্যাচে ব্যাট করার সময়ই পায়ে চোট পেয়েছিলেন। যে কারণে গত ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি। ওই ব্যথা আজ তাঁকে একাদশ থেকেই ছিটকে দিয়েছে।  

শুধু পারভেজ নন, বাংলাদেশের একাদশে আজ সব মিলিয়ে পরিবর্তন এসেছে ৪টি। এই সিরিজে খেলোয়াড়দের অদল-বদল করে সবাইকে খেলানোর পরিকল্পনা ছিল আগে থেকেই। এর অংশ হিসেবেই আজ এত বদল বলে জানা গেছে বিসিবি সূত্রে।

চোট কাল হয়ে দাঁড়াল পারভেজের জন্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ