এবার যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রদলের
Published: 22nd, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল।
ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ ছাড়ার পর যান চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আরো পড়ুন:
গাইবান্ধায় সাবেক ৬ এমপিসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৃষ্টি উপেক্ষা করে সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ
তিনি বলেন, “খুব অল্প সময়ের মাঝে সাম্য হত্যার বিচার না হলে এবং জড়িত সকলকে গ্রেপ্তার করা না হলে ছাত্রদল এর চেয়ে ভয়ংকর কর্মসূচি ডাক দেবে। প্রয়োজন হলে যমুনা ঘেরাও করা হবে।”
“আজকের মতো শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো, তবে সাম্য হত্যার বিচার নিয়ে প্রশাসন টালবাহানা করলে এর চেয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে,” হুঁশিয়ারি উচ্চারণ করেন রাকিব।
এর আগে বেলা পৌনে ১১টায় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রসঙ্গত, গত ১৩ মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।
গত ১৪ মে সকালে সাম্যর বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ১৫ মে তাদের কারাগারে পাঠানো হয়। আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা/রায়হান/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ছ ত রদল স ম য হত য র ছ ত রদল র শ হব গ
এছাড়াও পড়ুন:
প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানালেন জামায়াত আমির
দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে এ আহ্বান জানান জামায়াত আমির।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।