প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জামায়াত আমিরের
Published: 22nd, May 2025 GMT
দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মাদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে জামায়াত আমির এ আহ্বান জানান।
রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান।
বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাইকার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার চেষ্টা করছে অসাধু চক্র। প্রতারকরা জাইকার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প, ঋণ সুবিধা ও চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
জাইকার বাংলাদেশ কার্যালয় সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সংস্থাটির নাম ব্যবহার করে সংঘটিত প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে জানতে পেরেছে। জাইকা এসব ভুয়া প্রচারণার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি সবাইকে এ ধরনের ভুয়া প্রস্তাব ও বার্তা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার জাইকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জাইকা ব্যক্তিগত ঋণ সুবিধা দিচ্ছে বলে প্রতারণার মাধ্যমে ভুয়া দাবি করা হচ্ছে। এ ক্ষেত্রে অগ্রিম অর্থ এবং অনেক ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফি দাবি করা হচ্ছে। পাশাপাশি কিছু ফেসবুক পোস্টে জাইকার নাম ব্যবহার করে ভুয়া সঞ্চয় প্রকল্প ও চাকরির বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।
সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাইকা ব্যক্তি পর্যায়ে কোনো ঋণ দেয় না। এ ছাড়া চাকরির নিয়োগ প্রক্রিয়ার কোনো ধাপেই জাইকা কোনো প্রকার ফি গ্রহণ করে না। জাইকা সম্পর্কিত সব প্রকৃত তথ্য জাইকার আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ করা হয়। জাইকা সবার প্রতি এ ধরনের সন্দেহজনক বার্তা ও প্রকল্প সম্পর্কে তথ্য যাচাই করতে এবং প্রতারণার ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।
জাইকা জানিয়েছে, সংস্থাটি বাংলাদেশের উন্নয়নে স্বচ্ছতা বজায় রেখে নৈতিক অংশীদারিত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে এবং তারা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। জাইকা নিয়ে সঠিক তথ্য সম্পর্কে জানতে জাইকার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফেসবুক পেজে যোগাযোগ করতে বলা হয়েছে।