বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসির ভর্তি পরীক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মে, চলবে আগামী ২ জুন পর্যন্ত।

ভর্তির যোগ্যতা-

১.জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণ হতে হবে।

২. শিক্ষাবর্ষ ২০২৫-২৬, প্রথম বর্ষ ভর্তি।

ভতি৴র জন্য দরকারি তথ্য-

১.

দুই কপি ছবি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উত্তীর্ণের সনদ, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

২. ভর্তি ও অন্যান্য ফি: ৪,৬৯৫ টাকা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন চার্জ প্রদান করতে হবে।

৩. তবে বিজ্ঞান শাখার ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত-

১. ভতি৴র কার্যক্রম চলার তারিখ: ২ জুন ২০২৫ তারিখ পর্যন্ত।

২. ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাসের তারিখ: ২০ জুন ২০২৫।

৩. বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’

ভুটানের রাজধানী থিম্পুর বাংলাদেশ দূতাবাসে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’ শুরু হয়েছে। গত ৮ জুলাই সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) এই আর্টক্যাম্পটি চলবে আগামী ১২ জুলাই পর্যন্ত।

আর্ট ক্যাম্পে বাংলাদেশ থেকে একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান শিল্পী কনক চাঁপা চাকমাসহ যোগ দিয়েছেন দেশের সাতজন তরুণ শিল্পী। তারা হলেন- শিল্পী কানক চাঁপা চাকমা, আজমীর হোসেন, সহিদ কাজী, সৌরভ চৌধুরী, সুমন ওয়াহেদ, সৈকত হুসাইন, ফারজানা রহমান ববি ও রূপশ্রী হাজং।

এছাড়া ভুটানের ২ জন তরুণ শিল্পীও এসপিবিএ আর্টক্যাম্পে অংশ নিচ্ছেন। তারা হলেন উগেন সেরিং দয়া ও কিশোর দাহাল।

এরই মধ্যে ভুটানে বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত জনাব শিবনাথ রায় আর্টক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং শিল্পীদের সঙ্গে মত বিনিময়ও করেন। এই আর্টক্যাম্পের সার্বিক পরিচালনায় রয়েছেন দেশের খ্যাতিমান স্থপতি রফিক আজম। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১২ জুলাই ২০২৫)
  • রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
  • তিব্বত, ভূগোল ও সংস্কৃতির বিস্ময়
  • থিম্পুতে ৪ দিনব্যাপী ‘এসপিবিএ ভুটান আর্টক্যাম্প-২০২৫’
  • রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা: জোভান
  • জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা 
  • এসএসসিতে জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা 
  • পাসের হারে এগিয়ে মেয়েরা
  • এসএসসির ফল প্রকাশ আজ, থাকছে না আনুষ্ঠানিকতা
  • এসএসসির ফলাফল হস্তান্তরে আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা উপদেষ্টা