কিশোরগঞ্জে পানিতে ডুবে মাদ্রসাছাত্রের মৃত্যু
Published: 30th, May 2025 GMT
কিশোরগঞ্জে পানিতে ডুবে মোহাম্মদ মাহির (১৫) নামের এক মাদ্রসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহির পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা-মুনিয়ারকান্দা গ্রামের মোফাজ্জল হোসেন কচির ছেলে।
নিহতের চাচাতো ভাই বায়েজিদ জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে মাহির। পরে তিন বন্ধু ফুটবল নিয়ে রেলওয়ের পুকুরে গোসল করতে যায়। এসময় তাদের ফুটবলটি পুকুরের মাঝখানে চলে যায়। মাহির সেটি আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন জানার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডুবুরি দলের সদস্যরা বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন:
চকরিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু
চাটমোহরে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘‘নিহত মাদ্রাসাছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।’’
ঢাকা/রুমন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে