অনেক অনেক আগে মানুষের হাঁটাচলা ছিল হাত-পা ভর দিয়ে, ঠিক যেমন করে আর সব চারপায়ী প্রাণী চলে। তখন মানুষের গতি ছিল খরগোশ, চিতা কিংবা গন্ডারের থেকেও দ্রুত। হাত আর পা ছিল একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠজন—তাদের গাঁটে গাঁটে ছিল মিল: কাঁধ আর নিতম্ব, কনুই আর হাঁটু, গোড়ালি আর কবজি; আর পায়ের পাতার মতো হাতের তালুতেও ছিল পাঁচটি আঙুল কিংবা তার মতো কোনো কিছু, সব কটির শেষে ছিল নখ। হাত ও পা—দুটোরই গঠন কাঠামো ছিল বড় আঙুল আর বুড়ো আঙুল থেকে শুরু করে ছোট ছোট আঙুল আর কনিষ্ঠা পর্যন্ত একই রকম। সে সময় পায়ের বুড়ো আঙুলের মতো হাতের বুড়ো আঙুল ছিল অন্য আঙুলগুলোর সঙ্গে একেবারে গায়ে গায়ে মেশানো। তখন হাত আর পা একে অপরকে ডাকত—‘আমরা তো প্রথম কাজিন!’
যখন চলাফেরার প্রয়োজন হতো, তারা একে অপরকে সহায়তা করে শরীরকে নিয়ে যেত হাটে, দোকানে, গাছের ওপরে কিংবা পাহাড়ের নিচেসহ সে যেখানে যেতে চায়, সেসব জায়গায়। এমনি পানিতেও তারা মিলেমিশে শরীরের ভেসে থাকায়, সাঁতার কাটায় বা ডুব দেওয়ায় সহায়তা করত। সম্পর্কের ক্ষেত্রে তারা ছিল গণতান্ত্রিক ও সমমানপূর্ণ। তারা শরীরের অন্য অঙ্গপ্রত্যঙ্গের কাছ থেকে তাদের গুণ, যেমন মুখের স্বর, কানের শোনা, নাকের শোঁকার ক্ষমতা, এমনকি চোখের দৃষ্টিও দরকারে ধার নিতে পারত।
হাত ও পায়ের এই ছন্দময় আর নিরবচ্ছিন্ন সহযোগিতা দেখে শরীরের অন্য অঙ্গগুলো ঈর্ষায় সজাগ হয়ে ওঠে। তাদের ভেতর ক্ষোভ জন্মে, কেন তাদের বিশেষ গুণগুলো এই দুই কাজিন মানে হাত ও পাকে ধার দিতে হবে? তাই তাদের হাত ও পা মিলে যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, তা ভুলে গিয়ে তারা ঈর্ষান্বিত হয়ে তাদের দৃষ্টি ঝাপসা করে দেয়। এমনকি তারা এই জোড়ার বিরুদ্ধে শুরু করে দেয় ষড়যন্ত্র।
জিব তখন মাথা থেকে এক পরিকল্পনা ধার নিয়ে সঙ্গে সঙ্গে তা কার্যকর করে। সে হাত ও পায়ের মধ্যকার শক্তির তুলনা নিয়ে প্রকাশ্যে বিস্মিত হয়। কে বেশি শক্তিশালী, সেই প্রশ্ন তোলে। ব্যস, শরীরের যে দুই কাজিন অঙ্গ—হাত ও পা, তাদের মধ্যে কে কেমন, তা নিয়ে আগে তারা কখনো কোনোভাবে মাথা না ঘামালেও এবার মুখ থেকে স্বর ধার নিয়ে শরীরের জন্য কে বেশি গুরুত্বপূর্ণ, তা নিয়ে তর্ক জুড়ে দেয়।
এই তর্ক দ্রুত কে বেশি শোভন—এ প্রশ্নের দিকে মোড় নেয়। হাত তখন তার লম্বা, স্লিম আঙুলের কথা বলে বড়াই করা শুরু করে। একই সঙ্গে আবার পায়ের আঙুল ছোট ও মোটা হওয়ায় তা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য জুড়ে দেয়। এখানেই শেষ নয়; বরং পায়ের আঙুলগুলো পাল্টা জবাব দিয়ে হাতের সরু আঙুলগুলোকে ‘না খেয়ে শুকিয়ে যাওয়া কাজিন’ বলে মন্তব্য করে। তাদের এই তর্ক দিনের পর দিন চলতে থাকায় তা তাদের একত্রে সঠিকভাবে কাজ করার সক্ষমতার ওপর প্রভাব ফেলে। শেষমেশ কে বেশি শক্তিশালী, এই প্রশ্ন গিয়ে তর্ক দাঁড়ায়। তা সমাধানে তারা শরীরের অন্য অঙ্গগুলোর কাছে বিচার চায়।
জিব একটি প্রতিযোগিতার প্রস্তাব দেয়। ‘চমৎকার আইডিয়া’ বলে সবাই তাতে সম্মত হয়। কিন্তু কিসের প্রতিযোগিতা?
কেউ বলে কুস্তির লড়াই, পা ও হাতের কুস্তি। অন্যরা তলোয়ার চালানো, ভেলকি দেখানো, দৌড় প্রতিযোগিতা কিংবা দাবা বা লুডোর মতো খেলাধুলার লড়াইয়ের কথা বলে। কিন্তু এগুলোর মধ্যে কোনোটা করা অসম্ভব বলে, আবার কোনোটা কোনো একক অঙ্গের জন্য উপযোগী নয় বলে একের পর এক সব কটি প্রস্তাব বাতিল হয়ে যায়। শেষমেশ মস্তিষ্ক থেকে ভাবনা ধার করে জিব আবার একটা সহজ সমাধান হাজির করে। সেটা হলো, অঙ্গ দুটি পালাক্রমে একটা করে চ্যালেঞ্জ নিয়ে আসবে। এতে হাত ও পা রাজি হয়ে যায়।
নদীর কাছে বনের ভেতরে ফাঁকা একটি জায়গায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেহেতু দুটি অঙ্গ নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়া, তাই এ সময়ে শরীরে অবাক করার মতো কোনো বিপদ কিংবা অন্য কোনো কিছু যদি ঘটে যায়, এ কারণে সব কটি অঙ্গ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে। ছোটখাটো কোনো বিপদও যাতে এড়িয়ে না যেতে পারে, তাই চোখ তার দৃষ্টি আশপাশের দূর দূর অবধি ছড়িয়ে দেয়। দূর থেকে ক্ষীণতম শব্দটিও শোনার জন্য কান টান টান হয়ে দাঁড়ায়। চোখের নজর বা কানের শোনা এড়িয়ে যাওয়া যেকোনো বিপদের গন্ধ যাতে অনায়াসে ধরা ফেলতে পারে, তাই নাক তার নাসিকা যতটা সম্ভব পরিষ্কার করে নেয়। আর বিপদ বলে চিৎকার জুড়ে দেওয়ার জন্য জিব একেবারে রেডি হয়ে থাকে।
বাতাস বনের চার কোনায়, জলে ও অন্তরিক্ষে প্রতিযোগিতার খবর ছড়িয়ে দেয়। তাই চারপেয়ে প্রাণীগুলো সবার আগে ছুটে এসে হাজির হয়। তাদের মধ্যে বড়গুলোর অনেকেই তারা যে শান্তির জন্য এসেছে, তা বোঝাতে সবুজ ডালপালা সঙ্গে নিয়ে আসে। ফলে তা চিতা, চিতাবাঘ, সিংহ, গন্ডার, হায়না, হাতি, জিরাফ, উট, লম্বা শিংয়ের গরু আর খাটো শিংয়ের মহিষ, হরিণ, চষা হরিণ, খরগোশ, ছুঁচো আর ইঁদুরের এক রঙিন আর বিচিত্র সমাবেশে রূপ নেয়। জলে বাস করা হিপ্পো, মাছ আর কুমিরগুলো এসে ভিড় জমায়। তারা শরীরের ওপরের অংশ মেলে দেয় ডাঙায় আর বাকিটুকু রাখে নদীর জলে।
দুই পায়ে চলা পাখি, যেমন উট, গিনি মুরগি আর ময়ূর উত্তেজনায় পাখা ঝাপটাতে থাকে। গাছে গাছে পাখিগুলো কিচিরমিচির ডাকাডাকি শুরু করে দেয়। আর ঝিঁঝি পোকাগুলো সারাক্ষণ গেয়ে চলে তাদের একটানা সুর। মাকড়সা, কেঁচো, শতপদী আর সহস্রপদীরা মাটি বা গাছে হামাগুড়ি শুরু করে। গিরগিটি চুপিসারে সময় নিয়ে অত্যন্ত সতর্কতায় ধীরে ধীরে হাঁটহাঁটি জুড়ে দেয়, আর এক জায়গায় এক মুহূর্তও সুস্থির হয়ে না থেকে টিকটিকি, কেবল এদিক-ওদিক ছুটে বেড়ায়। বানর, শিম্পাঞ্জি, গরিলা এক ডাল থেকে আরেক ডালে লাফালাফি জুড়ে দেয়। এমনকি গাছ আর ঝোপঝাড় অবধি এক পাশ থেকে আরেক পাশে মৃদুমন্দ গতিতে হেলেদুলে শেষে স্থির হয়ে দাঁড়িয়ে যায়।
মুখ একটা গান দিয়ে প্রতিযোগিতার সূচনা করে:
মোরা সুখী হতে এটা করি
মোরা সুখী হতে এটা করি
মোরা সুখী হতে এটা করি
কারণ একই প্রকৃতি থেকে
মোরা এসেছি সবাই
হাত ও পা শপথ করে নেয় যে ফলাফল শান্তভাবে মেনে নেবে। কোনো রাগ করবে না, বয়কটের হুমকি দেবে না, ধর্মঘট বা ধীরগতির আন্দোলনে যাবে না।
হাত দুটি মাটিতে একটি কাঠের টুকরা ছুড়ে দিয়ে প্রথম চ্যালেঞ্জ দেয়। এবার বাঁ বা ডান পায়ের, অথবা দুটি একসঙ্গে মিলে, সেই কাঠের টুকরাটি মাটি থেকে তুলে ও ছুড়ে দিতে হবে। এ চ্যালেঞ্জে জেতার জন্য প্রতিযোগিতার যেকোনো সময়ে দুই পা পরামর্শ করতে এবং তাদের আঙুলগুলোকে একসঙ্গে বা আলাদাভাবে, যেকোনোভাবে ব্যবহার করতে পারবে। তারা সেটা একবার উল্টে দেওয়ার চেষ্টা করে, একবার ধাক্কা দেয়, এভাবে সব রকম কৌশলে চেষ্টা চালায়, কিন্তু ঠিকঠাকভাবে সেটা তুলতে পারে না। নাড়ানোর কথা বললে বলতে হয় যে তারা লাথি মেরে সেটাকে কয়েক ইঞ্চি দূরে সরাতে পারে কেবল। আর তাদের এই কসরত দেখে হাতের আঙুলগুলো মুখ থেকে স্বর ধার নিয়ে হাসতে থাকে।
চ্যালেঞ্জকারী হাত যেন কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, এমনভাবে সবার সামনে নিজেদের হাজির করে, তাদের ছিপছিপে গড়নের ঝলক দেখায়। তারপর বিভিন্ন ভঙ্গিতে একত্র হয়ে কাঠের টুকরাটি তুলে নেয়। তারপর সেটা দূরে, জঙ্গলের ভেতরে ছুড়ে মারে। আর তাদের এই নৈপুণ্য দেখে প্রতিযোগী ও দর্শকেরা একসঙ্গে মুগ্ধ হয়ে প্রশংসা করে।
তখন তারা ভাতের বাটির মধ্য থেকে বালুর ছোট ছোট দানা তুলে নিয়ে, সুচে সুতা পরিয়ে, ভারী কাঠ সরানোর জন্য ছোট ছোট চাকার মতো পুলি তৈরি করে, কিছু বর্শা বানিয়ে তা অনেক দূর পর্যন্ত ছুড়ে মেরে আরও নৈপুণ্য দেখায়। পায়ের আঙুলগুলোর এসব নৈপুণ্য দেখানো কেবল কল্পনায়–ই সম্ভব। পা কেবল তাই বসে বসে তাদের স্লিম কাজিনদের নিপুণতা আর নড়াচড়ার এই সমারোহ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে।
দর্শকদের হাতগুলো করতালিতে বজ্রধ্বনির মতো আওয়াজ তুলে প্রতিযোগী হাত দুটির প্রশংসা করে ও তাদের প্রতি সংহতি জানায়। তা পাগুলোর মনে বেদনার্ত ভাব এনে দেয়। তবে তারা হার মানার লোক নয়। তাই চোখে-মুখে বিমর্ষ ভাব নিয়ে বসে থাকলেও আর তাদের বড় আঙুল বালুর ওপর ছোট ছোট বৃত্ত এঁকে চললেও, মাথার ভেতরে এক বিজয়ী চ্যালেঞ্জ খুঁজে বের করার চেষ্টা তারা চালিয়ে যায়।
শেষে পা ও তার আঙুলগুলোর চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পালা এলে তারা বলে যে তাদের চ্যালেঞ্জটা খুবই সহজ। পুরো দেহকে বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবধি হাতগুলোর বহন করে নিয়ে যেতে হবে। তা শুনে অহংকারী আঙুলগুলো মনে মনে ভাবে, হায়! কি স্টুপিড চ্যালেঞ্জ!
তাই হাত চ্যালেঞ্জ মোকাবিলা শুরু করার ফলে দৃশ্যটা দেখার মতো হয়ে দাঁড়ায়। কারণ, শরীরের সবকিছুই যেন উল্টে যায়। হাত গিয়ে মাটিতে ঠেকে; চোখ মাটির একেবারে কাছাকাছি চলে যাওয়ায় তার নজর খুবই সীমিত হয়ে পড়ে, নাকে ধুলা ঢুকে হাঁচি শুরু হয়ে যায় আর পা ও তার আঙুলগুলো বাতাসে ভেসে বেড়ায়। তাই খেলাধুলার সময় বা আনন্দ প্রকাশ করার জন্য ছেলেমেয়েরা যে গান গায় এ দৃশ্য দেখে দর্শকেরা ‘ন্যায়ো ন্যায়ো’ নামে রসে গান চিৎকার করে সোৎসাহে গাইতে শুরু করে দেয়।
তবে সবার নজর থাকে হাত ও তার বাহুগুলোর পানে। তারা এই কিছুক্ষণ আগেই অসাধারণ সব নৈপুণ্য দেখিয়েছে ঠিকই, তবে এখন এক গজও ঠিকঠাকভাবে এগোতে পারে না। বরং কয়েক কদম এগিয়েই হাতগুলো যন্ত্রণায় কেঁদে ওঠে। বাহুগুলো কাঁপতে কাঁপতে দোল খায়। শেষে দেহটাকে মাটিতে ফেলে দেয়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আরেকবার চেষ্টা চালায়। এবার তারা মাটিকে ভালোভাবে আঁকড়ে ধরার জন্য আঙুলগুলো ছড়িয়ে দিতে চায়। কিন্তু দুই হাতের দুই বুড়ো আঙুলই কেবল ছড়াতে পারে। তখন তারা হাতে ভর দিয়ে শরীর ঘুরিয়ে চাকা ঘোরানোর মতো ভঙ্গি যারে বলে কার্টহুইল, তাকরার চেষ্টা করে। কিন্তু শরীর ঘোরানো সে অ্যাক্রোব্যাট খেলা সম্পূর্ণ করার জন্য পায়ের সাহায্য নেওয়ার দরকার হয় বলে তা বাতিল হয়ে যায়।
ব্যস, এবার পায়ের আঙুলগুলোর হাসার পালা। তাই তারা হাতের আঙুলগুলোর কিচিরমিচির হাসির সঙ্গে নিজেদের হাসির সুস্পষ্ট পার্থক্য তৈরি করার জন্য মুখের কাছ থেকে মোটা ও ভরাট স্বর ধার নিয়ে হেসে ওঠে।
তাচ্ছিল্যের এই স্বর শুনে হাতগুলো খুব রেগে যায় এবং তারা শরীরটাকে বহন করার জন্য একবার শেষ চেষ্টা চালায়। কিন্তু তারা এক কদমও এগোতে পারে না। তাই ক্লান্ত হয়ে হাত ও তার আঙুলগুলো হাল ছেড়ে দেয়।
পাগুলো তখন খুশি হয়ে তাদের ক্রীড়া-নৈপুণ্য দেখানো শুরু করে। তারা প্রথমে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ের প্রস্তুতির ভঙ্গি নেয়, তারপর ধীরে দৌড়ায়, আবার ছুটে চলে, কয়েকটি হাইজাম্প ও লংজাম্প দেখায়। তবে একবারের জন্যও শরীরটাকে মাটিতে পড়তে দেয় না। দর্শকদের সব পা তখন মাটিতে চাপড় দিয়ে সমর্থন জানায় ও সংহতি প্রকাশ করে।
হাতগুলো যে তাদের সুবিধামতো সময়ে এ ধরনের অখেলোয়াড়সুলভ আচরণ শুরু করেছিল, তা ভুলে গিয়ে এবার নিজেদের উঁচুতে তুলে ধরে প্রতিবাদ জানায়।
কিন্তু দর্শকসহ সবাই লক্ষ করে যে হাত দুটি যখন শরীরটাকে বহন করার চেষ্টা করছিল, তখন বুড়ো আঙুল দুটি যেভাবে অন্য আঙুলগুলো থেকে আলাদা হয়ে ছড়িয়ে পড়েছিল, তা আগের মতোই আলাদা রয়ে গেছে। বিষয়টি তাদের কাছে অদ্ভুত মনে হয়। তাই প্রতিদ্বন্দ্বী পা আবার যখন হাসাহাসি শুরু করতে যায়, ঠিক তখনই তারা আরেকটি বিষয় লক্ষ করে যে বুড়ো আঙুল আলাদা থাকায় হাতগুলোর কাজের ক্ষমতা কমে যাওয়ার বদলে তা বরং তাদের কোনোকিছু ধরার ও আঁকড়ে নেওয়ার ক্ষমতা আরও বাড়িয়ে দিয়েছে। তাই সবাই অবাক হয়ে যায়—এ কী! বিকৃতির এমন গঠনের শক্তিতে রূপ নেওয়া কেন।
ঠিক যেমন হাত ও পায়ের পাঁচটি করে আঙুল, তেমনি এ চ্যালেঞ্জে কে বিজয়ী তা ঠিক করতে বিভিন্ন অঙ্গের মধ্যে পাঁচ দিন ধরে বিতর্ক চলে। কিন্তু অনেক চেষ্টা করেও তারা কোনো একক বিজয়ীর নাম ঘোষণা করতে পারে না। কারণ, প্রতিটি অঙ্গই তাদের নিজ নিজ কাজে সেরা আর একটিও অন্যদের ছাড়া চলতে পারে না। তখন শুরু হয় দার্শনিক ভাবনার এক পর্ব—দেহ মূলত কী? সবাই এই প্রশ্ন তোলে। ফলে অঙ্গগুলো বুঝতে পারে যে দেহ মানেই তাদের সবার মিলিত রূপ। তারা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়ানো। তাই সবাই যাতে ঠিকমতো কাজ করতে পারে এ জন্য প্রতিটি অঙ্গকে ঠিকঠাকমতো কাজ করতে হয়।
তবে ভবিষ্যতে যাতে এমন প্রতিযোগিতার মুখোমুখি না হতে হয় এবং এক অঙ্গ অন্য অঙ্গের পথে বাধা না হয়ে দাঁড়ায়, তাই সব অঙ্গ মিলে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে দেহ সোজা হয়ে হাঁটবে, পা মাটিতে দৃঢ় হয়ে দাঁড়াবে আর বাহুগুলো থাকবে ওপরের দিকে আকাশ পানে উঁচিয়ে। দেহ এই সিদ্ধান্তে খুশি হয়, তবে নিজেদের উৎপত্তির কথা ভুলে না যাওয়ার জন্য সে শিশুদের চার পায়ে হাঁটার অনুমতি দেয়।
তারা কাজ ভাগ করে নেয়। যেমন পা দেহকে বহন করবে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর কোনো কিছু তৈরি করার বা কোনো যন্ত্র ধরে রাখার যত কাজ তার সবকিছু করবে হাত। যখন পা ও পায়ের পাতাগুলো ভার বহনের মতো কঠিন কাজে নিয়োজিত থাকবে, তখন হাত সামনে বাড়িয়ে তাদের দক্ষতা ব্যবহার করে পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। আর খাবারদাবার মুখ অবধি পৌঁছে দেওয়া নিশ্চিত করবে। মুখ বা আরও পরিষ্কার করে বললে বলতে হয়, তার দাঁতগুলো খাবার চিবিয়ে গিলতে সাহায্য করে তা গলার ভেতর দিয়ে পেটে পাঠাবে। সে খাবারদাবার থেকে পুষ্টিগুণ বের করে নিয়ে পেট নিজের সঞ্চালন নালির ভেতর দিয়ে এমনভাবে ছড়িয়ে দেবে, যাতে শরীরের প্রতিটি কোনায় কোনায় সে গুণ গিয়ে হাজির হয়।
তারপর ব্যবহৃত অংশগুলোকে পেট আবার পাঠাবে তার মল নিষ্কাশনব্যবস্থায়, সেখান থেকে দেহ তা ফেলে দেবে মাটিকে উর্বর করার জন্য খোলা মাঠে বা মাটির নিচে। ফলে যাতে সেই মাটিতে জন্মাবে গাছ, তাতে ধরবে ফল। হাত সেই ফল তুলে নিয়ে মুখে দেবে। বাহ, হ্যাঁ–এটাই হলো জীবনের চক্র।
বিনোদন ও খেলাধুলাও সে অনুযায়ী ভাগ করে নেওয়া হয়। গান গাওয়া, হাসাহাসি করা আর কথা বলার কাজ পায় মুখ। দৌড়ানো আর ফুটবল হবে মূলত পায়ের জন্য। যদিও দৌড়ানোর কাজটা পা-ই করবে, তবে বেসবল ও বাস্কেটবল খেলার দায়িত্ব পড়ে হাতের ওপর। অ্যাথলেটিকসে তো প্রায় পুরো মাঠই থাকে পায়ের দখলে। কাজের এই ক্লিয়ারকাট ভাগাভাগির ফলে মানুষের দেহকে এক দুর্দান্ত জৈব যন্ত্রে পরিণত করে। ফলে তারা কাজ–কামের পরিমাণ ও গুণমানে, এমনকি সবচেয়ে বড় প্রাণীকেও হার মানাতে সক্ষম হয়ে ওঠে।
তবে দেহের অঙ্গগুলো বুঝতে পারে, এই যে স্থায়ী ব্যবস্থা তৈরি করা হলো, তা থেকেও নিজের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। যেমন মাথা যেহেতু ওপরের দিকে থাকে, তাই সে ভাবতে পারে যে সে মাটির সঙ্গে লেগে থাকা পায়ের চেয়ে সেরা। অথবা সে প্রভু আর নিচের অঙ্গগুলো শুধুই তার অধীন কর্মচারী।
তাই তারা জোর দিয়ে বলে যে ক্ষমতার দিক থেকে মাথা এবং তার নিচে থাকা যেকোনো অঙ্গ একে অপরের সমান। এই বার্তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য শরীরের অঙ্গগুলো ঠিক করে, যেকোনো একটি অঙ্গ সুখ বা দুঃখ বোধ করলে পুরো দেহ তা অনুভব করবে। তারা মুখকে সতর্ক করে দেয় যে যখন সে বলে ‘আমার এই’ বা ‘আমার ওটা’, তখন তার এই বলা হবে পুরো দেহের পক্ষ থেকেই, নিজেকে একক মালিক ভেবে নয়।
শেষে সবাই মিলে তারা গায়:
মোদের দেহে
কোনো চাকর নেই
মোদের দেহে
কোনো চাকর নেই
মোরা একে অপরের সেবা করি
মোরা-মোদের জন্য
মোরা একে অপরের সেবা করি
মোরা-মোদের জন্য
মোরা একে অপরের সেবা করি
জিব মোদের কণ্ঠস্বর
তুমি মোরে ধরো, মুইও তোমারে ধরি
মোরা গড়ি এক স্বাস্থ্যবান দেহ
তুমি মোরে ধরো, মুইও তোমায় ধরি
মোরা গড়ি এক স্বাস্থ্যবান দেহ
একতা মানেই সুন্দর
একসঙ্গে মোরা কাজ করি
একটা সুস্থ দেহের জন্য
একসঙ্গে মোরা কাজ করি
একটা সুস্থ দেহের জন্য
একতাই মোদের শক্তি।
এটাই হয়ে ওঠে ‘সারা দেহের গান’। তাই আজও দেহ এই গান গায়। এ থেকেই বোঝা যায়, মানুষ ও পশু বা যারা সোজা হয়ে হাঁটার বিপ্লবকে অস্বীকার করেছে, তাদের মধ্যে পার্থক্য।
কিন্তু চোখের সামনে সবকিছু দেখা সত্ত্বেও চার পায়ে চলা জীবরা এই বিপ্লব কিছুতেই মেনে নিতে চায়নি। গানটাকে তারা একেবারেই হাস্যকর বলে মনে করে। তাদের মতে, মুখ তৈরি হয়েছে গান গাওয়ার জন্য নয়; বরং খাওয়াদাওয়ার জন্য। তাই তারা গড়ে তোলে প্রকৃতিসংরক্ষণ দল এবং তাদের অভ্যাস কখনোই বদলায় না; বরং আগের পথেই অবিচল হয়ে থাকে তারা।
তাই যখন মানুষ দেহের অঙ্গগুলো একে অপরের সঙ্গে সম্পর্ক থেকে শিক্ষা নেয়, তখন তারা ভালো করে; কিন্তু যখন তারা দেহ ও মাথাকে দুটি বিরোধী পক্ষ হিসেবে দেখে, একটি অন্যটির ওপর আধিপত্য বিস্তারকারী মনে করে, তখনই তারা সোজা হয়ে হাঁটার বিপ্লবকে প্রত্যাখ্যানকারী তাদের সেই পশু-আত্মীয়দের মতো হয়ে ওঠে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র র জন য য় র জন য অপর র স তখন ত র ক জ কর এক ব র র ভ তর কর ম র ক র কর র ওপর ত রপর একব র র একট ক ষমত
এছাড়াও পড়ুন:
নীতি সুদহার কমাল ফেডারেল রিজার্ভ, কী প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতে
অবশেষে সুদের হার কমিয়েছে ফেডারেল রিজার্ভ। গত বছরের ডিসেম্বর মাসের পর এই প্রথম সুদহার কমাল ফেডারেল রিজার্ভ। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে দুর্বলতার লক্ষণ, আফ্রো-আমেরিকানদের মধ্যে উচ্চ বেকারত্ব, কর্মঘণ্টা কমে যাওয়া ও নতুন চাকরি সৃষ্টির গতি কমে যাওয়ায় ফেড এ সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার ২৫ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশে নামিয়ে এনেছে। সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়ার পর ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, অক্টোবর ও ডিসেম্বর মাসে সুদহার আরও কমতে পারে। তিনি বলেন, শ্রমবাজারের ক্রমবর্ধমান দুর্বলতা এখন তাঁর ও সহকর্মী নীতিনির্ধারকদের প্রধান উদ্বেগ। খবর রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই ব্যাপক হারে সুদ কমানোর দাবি তুলছিলেন। তাঁর বক্তব্য, এতে অর্থনীতি চাঙা হবে। তবে ফেডের এ সিদ্ধান্ত তাঁর প্রত্যাশার চেয়ে অনেক কম। ফেডের পর্ষদে নতুন গভর্নর স্টিফেন মিরান ছিলেন একমাত্র ভিন্নমতাবলম্বী। তিনি ৫০ ভিত্তি পয়েন্ট হারে সুদহার কমানোর পক্ষে ছিলেন। সেই সঙ্গে ভবিষ্যতে আরও বড় কাটছাঁটের ইঙ্গিত দিয়েছেন।
সুদের হার নির্ধারণে রাজনৈতিক প্রভাবের প্রশ্ন সব সময়ই তোলা হয়। ট্রাম্প সম্প্রতি ফেডের এক গভর্নর লিসা কুককে সরানোর চেষ্টা করেছিলেন। যদিও কুক আদালতের লড়াইয়ে আপাতত নিজের অবস্থান ধরে রেখেছেন এবং বৈঠকে উপস্থিত ছিলেন। পাশাপাশি হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান মিরানকে ফেডের পর্ষদে বসান।
শ্রমবাজারে দুর্বলতাপাওয়েল বলেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ছে, তরুণেরা আরও ভঙ্গুর হয়ে পড়ছেন। সামগ্রিকভাবে চাকরি সৃষ্টির গতি খুবই কম। শ্রমবাজারকে আর দুর্বল হতে দেওয়া যাবে না।
পাওয়েল আরও সতর্ক করেন, নতুন চাকরির সংখ্যা এখন বেকারত্বের হার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট নয়। ফলে সামান্য ছাঁটাইও বেকারত্ব বাড়িয়ে দিতে পারে।
মূল্যস্ফীতি বনাম কর্মসংস্থানমূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আশঙ্কা করা হচ্ছে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির হার ৩ শতাংশে উঠবে, যেখানে ফেডের লক্ষ্যমাত্রা হলো ২ শতাংশ। কিন্তু ফেড মনে করছে, কর্মসংস্থানের ঝুঁকি এখন বেশি গুরুত্ব পাওয়ার মতো বিষয়।
ফেডের নতুন পূর্বাভাসে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিছুটা বাড়িয়ে ১ দশমিক ৬ শতাংশ করা হতে পারে বলা হয়েছে। বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশেই স্থির থাকবে বলে তারা অনুমান করছে।
রাজনৈতিক টানাপোড়েনএ সিদ্ধান্তে রাজনৈতিক নাটকও কম ছিল না। ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা থাকলেও ফেডের পর্ষদের অন্য দুই ট্রাম্প-মনোনীত গভর্নর মিশেল বোম্যান ও ক্রিস্টোফার ওয়ালার শেষ পর্যন্ত মূল সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। ওয়ালার বরাবরই শ্রমবাজারকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন।
পাওয়েল অবশ্য পরিষ্কার ভাষায় বলেছেন, ‘আমাদের সংস্কৃতির মূল বিষয় হলো তথ্যভিত্তিক সিদ্ধান্ত। আজকের বৈঠকে সুদহার ব্যাপক হারে কমানোর বিষয়ে বিপুল সমর্থন ছিল না।’
বাজারের প্রতিক্রিয়াসুদহার কমানোর ঘোষণার পর ওয়াল স্ট্রিটে প্রথমে শেয়ারের দাম বাড়লেও পরে ওঠানামা করে। শেষমেশ মিশ্র পরিস্থিতির মধ্য দিয়ে দিন শেষ হয়। ডলার কিছুটা শক্তিশালী হয়েছে ঠিক, কিন্তু ট্রেজারি বন্ডের সুদ প্রায় অপরিবর্তিত। বাজার এখন প্রায় নিশ্চিত, অক্টোবরের বৈঠকেও সুদ কমানো হবে।
বিশ্লেষকদের মতে, ফেডের সাম্প্রতিক নীতি পরিবর্তনের মানে হলো তারা এখন ধীরে ধীরে ‘নিরপক্ষে’ অবস্থানের দিকে যাচ্ছে। মূল্যস্ফীতি সাময়িকভাবে কিছুটা বাড়লেও ২০২৬ সালের মধ্যে স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
নীতিসুদ কীকেন্দ্রীয় ব্যাংক যে সুদহারে তফসিলি ব্যাংকগুলোকে স্বল্প সময়ের জন্য ঋণ দেয়, সেটাই নীতি সুদহার। ইংরেজিতে একে বলে রেপো রেট। রেপোর বাংলা হচ্ছে পুনঃক্রয় চুক্তি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির অন্যতম হাতিয়ার হিসেবে এটি পরিচিত। অর্থনীতিতে নগদ তারল্যের জোগান দিতে বা অন্যভাবে বলতে গেলে ব্যাংকগুলোর জরুরি প্রয়োজনে অর্থ সরবরাহ করতে মুদ্রানীতির এ হাতিয়ার ব্যবহার করা হয়। বিশ্বের সব দেশের কেন্দ্রীয় ব্যাংক এ হাতিয়ার ব্যবহার করে।
কোভিডের পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি বেড়ে যায়। তখন ফেডারেল রিজার্ভ বাজারে মুদ্রার চাহিদা নিয়ন্ত্রণ করতে দফায় দফায় নীতি সুদহার বৃদ্ধি করে। ফলে নীতি সুদহার গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ২৫ থেকে ৫ দশমিক ৫০ শতাংশে উঠে যায়।
যুক্তরাষ্ট্রের নীতি সুদহারের প্রভাববিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের নীতিসুদের ওপর অনেকাংশে নির্ভর করে। ফেডের নীতিসুদের হার বাড়লে ট্রেজারি বন্ডের দাম কমে এবং সুদহার কমলে ট্রেজারি বন্ডের দাম বাড়ে। এর কারণ হলো বাজারে নতুন ও অধিক সুদের বন্ড আসার পর পুরোনো বন্ডের কুপন (সুদ) কম মনে হয়, ফলে পুরোনো বন্ডের দাম কমে যায়। আবার যখন সুদের হার কমে, তখন নতুন বন্ডের কুপন কম হওয়ায় পুরোনো বন্ডের উচ্চ কুপনযুক্ত সুদ বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, ফলে পুরোনো বন্ডের দাম বেড়ে যায়।
নীতিসুদ কমলেও একই প্রক্রিয়া ঘটে, তবে বিপরীতভাবে। সুদের হার কমলে নতুন বন্ডের কুপনও কমে যায়। এতে আগের উচ্চ সুদের কুপনযুক্ত বন্ডগুলো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। বিনিয়োগকারীরা এই পুরোনো বন্ডগুলো কিনতে আগ্রহী হন, ফলে সেগুলোর দাম বেড়ে যায়। বিনিয়োগকারীরা তখন তুলনামূলক ঝুঁকিপূর্ণ বাজারেও বিনিয়োগ আগ্রহী হন। এতে উন্নয়নশীল দেশে বিনিয়োগপ্রবাহ বাড়ে এবং ডলারের চাপ কিছুটা কমে।
সে কারণে বাজার নীতি সুদহারের দিকে তাকিয়ে থাকে, সুদ কমলে উন্নয়নশীল দেশে বিনিয়োগ বৃদ্ধি পায়।