দুই সুন্দরীকে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন মেহজাবীন
Published: 5th, June 2025 GMT
এবার ঈদে বাংলা নাটকের দুই জনপ্রিয় নায়িকাকে দেখা যাবে দুইটি চলচ্চিত্রে। নাটকে দুইজনই পরীক্ষিত, এবার সিনেমায় নিজেদের প্রমাণের পালা। অভিনেত্রী সাবিলা নূর বহুলপ্রতীক্ষিত তাণ্ডব সিনেমার অভিনয় করেছেন। সদ্য রিলিজ হওয়া ‘লিচুর বাগানে’ গানে গ্ল্যাম লুকে দেখা গেছে এই নায়িকাকে। এরই মধ্যে তাকে কেউ কেউ বাংলার শ্রদ্ধা কাপুরও বলছেন।
এদিকে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এ অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আইটেম গান ‘আকাশেতে লক্ষ তারা ২.
সিনেপ্রেমীরা এই দুই নায়িকা নিয়ে আলোচনা, সমালোচনা দুই’ই অব্যাহত রেখেছেন। এদিকে সাবিলা নূর, তাসনিয়া ফারিণকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন গুণী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আরো পড়ুন:
কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো, যা বললেন জয়
লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন সুবহা
তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘আমাদের সবচেয়ে প্রতিভাবান দুইজন অভিনেত্রী, এই ঈদে দুইটি সিনেমাতে কাজ করছেন। এই সুন্দরীদের বড় পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’’
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী