কুষ্টিয়ায় শোবার ঘরে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ, পাশে পড়ে ছিল পিস্তল
Published: 8th, June 2025 GMT
কুষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আবদুর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে পুলিশ এটি উদ্ধার করে। মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
নিহত আবদুর রহমান ওরফে উজ্জ্বল পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। তিনি একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছিলেন। এ ছাড়া স্থানীয় বাজারে তাঁর ফটোকপির দোকান ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাহাজমোড় এলাকায় নিজ জমির ওপর একটি টিনের ঘরে একাই থাকতেন আবদুর রহমান। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাঁকে ডাকতে যান। তাঁরা জানালা দিয়ে বিছানার ওপর তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেন।
স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে পৈতৃক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ঘরে থাকতেন আবদুর রহমান। প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এর পর থেকে ওই বাড়িতে আবদুর রহমান একাই থাকতেন।
কুষ্টিয়া পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার ওপর ছিল। লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতর সিমেন্টের খুঁটিসহ কাগজে লেখা চিরকুট পাওয়া গেছে। পিস্তলসহ চিরকুট বিশ্লেষণ করা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আবদ র রহম ন মরদ হ
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট