ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে আটকা ইন্টার মিলান তারকা
Published: 15th, June 2025 GMT
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল জগতেও। বর্তমানে ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানেরে ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। এতে ফিফা ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ইসরায়েলি বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করেছে ‘ট্রু প্রমিজ ৩’ নামের সামরিক অভিযান। এই টানটান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান থেকে বের হতে পারছেন না তারেমি।
ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সম্প্রতি দেশে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। দেশের দায়িত্ব শেষ করে শনিবার লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু ইসরায়েলি হামলার জেরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর বন্ধ থাকায় তার নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, 'তারেমি নিরাপদে আছেন এবং আমরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে স্থলপথে সরিয়ে আনার ঝুঁকি নিতে চাই না।'
এদিকে রোববার বাংলাদেশ সময় সকালেই মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল আহলির ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। ইন্টার মিলানের প্রথম ম্যাচ মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে। এই ম্যাচে তারেমির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
যদি দ্রুত পরিস্থিতির উন্নতি না হয় এবং বিমান চলাচল স্বাভাবিক না হয়, তাহলে ২১ ও ২৫ জুন ইন্টার মিলানের পরের ম্যাচগুলোতেও মিস করতে পারেন ৩২ বছর বয়সী তারেমি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ম ল ন
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ‘এক নেতা এক পদ’ নীতির বাস্তবায়ন দাবি এক নেতার
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভাপতি পদে লড়ছেন দুজন, সাধারণ সম্পাদক পদে চারজন। ইতিমধ্যে প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।
সম্মেলনে সভাপতি পদপ্রার্থী ও বর্তমান জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন আজ বৃহস্পতিবার দুপুরে শহরের খরমপট্টি এলাকার সমবায় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ‘এক নেতা এক পদ’ নীতি বাস্তবায়নের দাবি তোলেন। তিনি বলেন, দলীয় গঠনতন্ত্রের ১৫ ধারা বাস্তবায়ন না হওয়ায় নেতৃত্বের বিকাশ ব্যাহত হচ্ছে। এ সম্মেলনের মধ্য দিয়ে তা কার্যকর করার সুযোগ এসেছে।
রুহুল হোসাইন বলেন, বিভিন্ন ইউনিটের কাউন্সিলরদের কাছ থেকে ইতিমধ্যে দলের ভেতরে নানা অনিয়ম, অগঠনতান্ত্রিক বিষয়গুলো আলোচনায় আসায় তা থেকে বের হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান জেলা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলমের উদ্দেশে তিনি বলেন, সাত জেলার দায়িত্বে থাকা একজন কেন্দ্রীয় পদধারী নেতার একই সঙ্গে জেলা সভাপতির দায়িত্ব পালন করা অনিয়ম ও বিভক্তি তৈরি করছে। বলয়কেন্দ্রিক রাজনীতিতে অনেক বর্ষীয়ান ও সম্ভাবনাময় নেতারা অবজ্ঞার শিকার হয়েছেন।
জেলা বিএনপির সহসভাপতি আরও বলেন, সভাপতি পরিবর্তন হলে কিশোরগঞ্জে অনিয়ম কমবে। সদর থেকে সভাপতি নির্বাচিত হলে জেলার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততা থাকবে। জেলা–উপজেলার নেতা-কর্মীরা নজরে থাকবেন। এতে অনিয়ম কম হবে, যা দলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সাহায্য করবে।
জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম বলেন, দলীয় গঠনতন্ত্র মেনেই তিনি প্রার্থী হয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা থাকার কারণেই একাধিক পদে দায়িত্ব পালন করছেন। শুধু তিনি নন, আরও অনেক নেতা কেন্দ্রীয় পদে থেকেও জেলায় নেতৃত্ব দিচ্ছেন।
জেলা বিএনপি জানিয়েছে, প্রায় ৯ বছর পর এবার জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরাতন স্টেডিয়ামে মঞ্চ, প্যান্ডেলসহ শহরে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে সভাপতি পদে লড়ছেন রুহুল হোসাইন (ছাতা) ও মো. শরীফুল আলম (আনারস)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ সাইফুল্লাহ সোহেল (ফুটবল), মাজহারুল ইসলাম (রিকশা), শফিকুল আলম রাজন (মাছ) ও সাজ্জাদুল হক (গোলাপ ফুল)।