ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানে আটকা ইন্টার মিলান তারকা
Published: 15th, June 2025 GMT
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল জগতেও। বর্তমানে ইরানে আটকা পড়েছেন ইন্টার মিলানেরে ইরানি স্ট্রাইকার মেহদি তারেমি। এতে ফিফা ক্লাব বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ইসরায়েলি বাহিনী ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করেছে ‘ট্রু প্রমিজ ৩’ নামের সামরিক অভিযান। এই টানটান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান থেকে বের হতে পারছেন না তারেমি।
ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সম্প্রতি দেশে ফিরেছিলেন এই ফরোয়ার্ড। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। দেশের দায়িত্ব শেষ করে শনিবার লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলান দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু ইসরায়েলি হামলার জেরে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর বন্ধ থাকায় তার নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, 'তারেমি নিরাপদে আছেন এবং আমরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছি। তবে বর্তমান পরিস্থিতিতে তাকে স্থলপথে সরিয়ে আনার ঝুঁকি নিতে চাই না।'
এদিকে রোববার বাংলাদেশ সময় সকালেই মেসির ইন্টার মায়ামি ও মিশরের আল আহলির ম্যাচ দিয়ে শুরু হয়েছে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। ইন্টার মিলানের প্রথম ম্যাচ মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে। এই ম্যাচে তারেমির না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
যদি দ্রুত পরিস্থিতির উন্নতি না হয় এবং বিমান চলাচল স্বাভাবিক না হয়, তাহলে ২১ ও ২৫ জুন ইন্টার মিলানের পরের ম্যাচগুলোতেও মিস করতে পারেন ৩২ বছর বয়সী তারেমি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র ম ল ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিদেশি অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রবিন মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করে পূর্বাচল আর্মি ক্যাম্পের আভিযানিক দল।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস দল রবিবার (২ নভেম্বর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য যার মধ্যে রয়েছে হেরোইন ২২২ গ্রাম, ইয়াবা ১৫৩ পিস ও গাঁজা ৫০০ গ্রাম।
অভিযান শেষে সোমবার (৩ নভেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। রূপগঞ্জে পরিচালিত এ অভিযানে একটি বড় অস্ত্র ও মাদক চক্রের সদস্যকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আরও জানান, আটক রবিন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই আসল পরিচয়। সন্ত্রাসী মানে সন্ত্রাসী এটাই মূল বিষয়,” বলেন তিনি।
এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।