এমপিও শিক্ষকদের বাড়িভাড়া বাড়ছে ১৫ শতাংশ, দুই ধাপে কার্যকর
Published: 21st, October 2025 GMT
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অর্থ দুই ধাপে পাবেন শিক্ষক-কর্মচারীরা। ১৫ শতাংশের মধ্য ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) কার্যকর হবে এ বছরের ১ নভেম্বর থেকে। আরো সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে আগামী বছরের ১ জুলাই থেকে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।
এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তা প্রতাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা।
বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শাকিব, নিশো, সিয়াম, রাজ, শুভ—আইএমডিবিতে এগিয়ে কার সিনেমা
কোনো সিনেমা সম্পর্কে ধারণা নিতে আইএমডিবিতেই (ইন্টারনেট মুভি ডেটাবেজ) বেশি ঢুঁ মারেন সিনেমাপ্রেমীরা। চলতি বছর মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে আইএমডিবি রেটিংয়ে এগিয়ে কোন সিনেমা? এক হাজারের বেশি ভোট পেয়েছে যেসব সিনেমা, এ প্রতিবেদন তৈরিতে সেগুলোই কেবল বিবেচনায় নেওয়া হয়েছে।
‘উৎসব’ (৮.৪)
পবিত্র ঈদুল আজহায় সবচেয়ে কমসংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘উৎসব’। তানিম নূরের সে সিনেমাই একসময় সবচেয়ে বেশিসংখ্যক হলে জায়গা করে নেয়। দর্শক পছন্দের এ সিনেমার আইএমডিবি রেটিং ৮.৪; ভোট দিয়েছেন ৩ হাজার দর্শক। এক হাজারের বেশি দর্শক সিনেমাটি দেখার জন্য আইএমডিবির ওয়াচ লিস্টে রেখেছেন।