ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ‘বাংলাদেশ ওষুধশিল্প সমিতি’। তবে এমন পরিস্থিতেও ওষুধের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো.

জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় (অগ্নিকাণ্ড) মূল্যবৃদ্ধি বা সংকট তৈরির সঙ্গে আমরা যুক্ত নই। আমরা এটা করব না। মূল্যও বৃদ্ধি হবে না, ওষুধের সংকটও হবে না।’

লিখিত বক্তব্যে মো. জাকির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ভস্মীভূত হওয়ার ওষুধশিল্প বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ফার্মা কোম্পানি থেকে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে শীর্ষ ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হবে এবং এর অর্থনৈতিক প্রভাব প্রায় ৪ হাজার কোটি টাকা হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, পুড়ে যাওয়া পণ্যের মধ্যে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যানসারের ওষুধ উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল ছিল।

মো. জাকির হোসেন বলেন, এসব কাঁচামাল পুড়ে যাওয়ায় উল্লিখিত ওষুধ উৎপাদন যেমন ব্যহত হবে, তেমনি বেশ কিছু স্পেয়ার পার্টস ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ওষুধ প্রস্তুতকরণে পুনরায় আমদানিও সময়সাপেক্ষ ব্যাপার। এতে এর সঙ্গে সংযুক্ত উৎপাদনপ্রক্রিয়াও ব্যহত যাবে।

লিখিত বক্তব্যে বলা হয়, পুড়ে যাওয়া পণ্যের একটি বড় অংশ হলো নারকোটিস বিভাগ থেকে অনুমোদন নেওয়া পণ্য। এই পণ্যগুলো আবার আনা যেমন জটিল, তেমনি সময়সাপেক্ষও। কারণ, এখানে ধাপে ধাপে অনেক ধরনের অনুমোদন নেওয়া হয়। তাই এ নিয়েও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংকট এড়াতে ১৪ দাবি

বর্তমান পরিস্থিতিতে ফার্মা খাতের ঝুঁকি ও সম্ভাব্য সংকট এড়াতে এবং এ খাতের সুরক্ষায় সরকারের কাছে ১৪টি দাবি জানিয়েছে বাংলাদেশ ওষুধশিল্প সমিতি।

এই ১৪ দাবির মধ্যে আছে আগুনে পুড়ে যাওয়া এবং ইতিমধ্যে শুল্ক, ডিউটি, ট্যাক্স ও ভ্যাট প্রদান করা পণ্যের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত পণ্যের এলসি–সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মওকুফ। পুনরায় কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংক মার্জিন, চার্জ ও সুদ ছাড়াই সহজ শর্তে এলসি খোলার সুযোগ। ক্ষতিগ্রস্ত মালামালের বিপরীতে ধার্য কাস্টম ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়করসহ সব ধরনের চার্জ ও দণ্ড মওকুফ। ক্ষতিগ্রস্ত পণ্যের কারণে বিন লক না করে উৎপাদনব্যবস্থাকে সচল রাখতে কাস্টমস প্রক্রিয়া সহজীকরণ। নারকোটিকস অনুমোদিত পণ্য পুনরায় দ্রুত আমদানির অনুমতি। ডিজিডিএ, নারকোটিকস, কাস্টমস, এনবিআর, বিমান কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে জরুরি সভা ডেকে সমস্যা সমাধানের উদ্যোগ।

এ ছাড়া ওষুধশিল্পের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শাখায় শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা ও রাসায়নিকের জন্য আলাদা গুদাম করার দাবিও জানানো হয়।

আরও পড়ুনকার্গো ভিলেজে আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে: ওষুধশিল্প সমিতি২২ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০০ ক ট ধরন র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে বেসরকারি ব্যাংক, আবেদন শেষ ৫ নভেম্বর

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক ও উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ আয়োজন হতে যাচ্ছে আগামী ১৭ নভেম্বর। এ উদ্যোগে সহায়তা করছে সিটি ব্যাংক পিএলসি।

আরও পড়ুনব্র্যাকে ইন্টার্নশিপ, স্নাতকে আবেদন—সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের অগ্রাধিকার৬ ঘণ্টা আগেকোর্সের বৈশিষ্ট্য

১. এই প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তারা প্রশিক্ষণ পাবেন।

২. সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ এবং

৩. সফল ব্যবসায়িক উন্নয়নের সুযোগ।

আরও পড়ুনইউএনডিপিতে ইন্টার্নশিপ, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ১৮ অক্টোবর ২০২৫যোগ্যতা ও শর্তাবলি

১. প্রশিক্ষণার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান পাস।

২. বয়স সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ বছর।

# রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০২৫।

# প্রশিক্ষণ স্থান: সিটি ব্যাংক ট্রেনিং সেন্টার, গুলশান, ঢাকা।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫আরও পড়ুনখেলার বিকেএসপি পড়াশোনায়ও ভালো করছে৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ