প্ল্যাকার্ডগুলো ‘ধরিয়ে’ দেওয়া হয়, বিব্রত বিইউপির শিক্ষার্থীরা
Published: 21st, October 2025 GMT
ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্রীর করা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিলের সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির কিছু শিক্ষার্থীর হাতে থাকা প্ল্যাকার্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। বিইউপির অন্তত তিন শিক্ষার্থী বলেছেন, মিছিলের সময় এসব প্ল্যাকার্ড তাঁদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল। প্ল্যাকার্ডে কী লেখা ছিল, তা তাঁরা তৎক্ষণাৎ যাচাই করেননি। তবে বিতর্কিত বক্তব্য লেখা প্ল্যাকার্ডসহ তাঁদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁরা বিব্রত।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক চায় ভারত
ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎ–মুখী ও পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত। যে সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস-২০২৫-এর ৫৪তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মৈত্রী দিবসের অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বক্তব্য দেন। ঢাকা। ৬ ডিসেম্বর