নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
Published: 21st, October 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে নৌ- পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বন্দর খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার হয়।
আরো পড়ুন:
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন আর নেই
সন্দ্বীপে ৭ প্রবাসীর দাফন সম্পন্ন
এলাকাবাসী জানান, আজ সকালে নদীতে যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। এই যুবক হত্যার শিকার নাকি পানিতে ডুবে মারা গেছেন তা ময়নাতদন্তের পর বলা যাবে।
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ নদ ন র য়ণগঞ জ উদ ধ র মরদ হ
এছাড়াও পড়ুন:
কাঁচপুরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে পাটাত্তা এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে জরিনা বেগমের (৬৫) শরীরের ২০ শতাংশ, মো: আলাউদ্দিনের (৩৫) শরীরের ৪০ শতাংশ, শিফা আক্তারের (১৪) শরীরের ১২ শতাংশ এবং শিমলার (৪) শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন রহমান জানান, ভোরে ৪ জন দগ্ধকে আনা হয়েছিল যারা নারায়ণগঞ্জের সোনারগায়ের বাসিন্দা বলে জানানো হয়েছে। তাদেরকে অত্র হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোররাতে ঘটনার পরপরই দগ্ধদের সরাসরি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ জানতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।