বিকেলের আলোটা ঘরের ভেতর এসে পড়ে হঠাৎ, যেন চুপচাপ কাঁদতে কাঁদতে একটা শিশু থেমে গেছে। রিজওয়ান দোতলার বারান্দায় দাঁড়িয়ে। নিচে মা বসে আছেন উঠানে– একা। পাশে ধুলোমাখা শিউলিতলা, ফুল শুকিয়ে গেছে। চার দিন হলো সে এসেছে কানাডা থেকে। অথচ এখনও মায়ের চোখে চোখ পড়েনি।
তুমি মায়ের ঘরে গেলে না কেন? রিজওয়ানের স্ত্রী সুমাইয়া জিজ্ঞেস করে।
– ‘তুমি তো জান, মা তোমাকে বউ হিসেবে কোনোদিন মেনে নেয়নি।’
রিজওয়ান জানে। মায়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে, তাদের পরিবারের ভিত নাড়িয়ে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর মা আরও চুপ হয়ে গেছেন। একাই রান্না করেন, খান, কারও দরজায় দাঁড়ান না। অথচ তিনিই রিজওয়ানের সবচেয়ে কাছের মানুষ।
মা বলতেন, ‘তুই তোর বউ-সংসার করিস, কিন্তু আমায় যেন ভুলিস না।’
রিজওয়ান ভুলে যায়নি, কিন্তু মায়ের নীরব অভিমানে নিজেকে গুটিয়ে নিয়েছিল।
পরদিন সকালে রিজওয়ান চুপচাপ গিয়ে দাঁড়ায় মায়ের দরজায়। মা জানালা দিয়ে তাকান। চোখে কোনো রকম বদল নেই। একই চুপচাপ তা। ‘মা, কথা বলবে না?’
মা চুপ। মুহূর্ত পরে বলেন, ‘তুই কথা বলার প্রয়োজনই রাখিসনি। যেদিন বউ নিয়ে বাড়ি ছাড়লি, ভেবেছিলাম সময় তোকে ফিরিয়ে দেবে, ফিরিয়েছে?’ মায়ের কণ্ঠে অভিমান, কিন্তু লুকানো এক আশ্চর্য ভালোবাসা।
মা উঠানে বসে সেলাই করছেন। রিজওয়ান গিয়ে বসে পাশে।
‘আমি ভুল করেছি মা।’ মা হাত থামান না। বলেন, ‘তোর বাবা বলেছিলেন–ছেলে যদি ভুল করে, আমি যেন বোঝাই।’
– ‘আমি বুঝেছি মা।’
মা এবার তাকান। চোখে পানি নেই, কিন্তু রিজওয়ান বোঝে, এটি ক্ষমার চোখ।
পরদিন সকালের চা মা নিজে হাতে বানান। সুমাইয়ার কাপেও দেন। সুমাইয়া অবাক হয়ে শুধু বলল, ‘আম্মা’।
মা বললেন, ‘তুমি ছেলের বউ। তোমার ভুল ছিল না, সময়টাই ছিল ভুল। এখন সময় শোধরানোর।’
মুহূর্তেই উঠানের ওপর যেন সূর্যটা একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে…। v
সুহৃদ ঢাকা
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ র জওয় ন
এছাড়াও পড়ুন:
রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ
রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”
শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।
এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকা/শংকর/মেহেদী