পল্টনে মাদক কারবারিদের গুলিতে ডিবির দুই সদস্য আহত
Published: 19th, June 2025 GMT
মাদক কারবারিদের ছোড়া গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) রাত পৌনে ১টার দিকে ঢাকার পল্টনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
ডিবি লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রাইভেটকারটি।
গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার এনায়েত কবীর শোয়েবের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। তখন পুলিশ হাসপাতালের বিপরীতে একটি প্রাইভেটকারকে গতিরোধ করলে গাড়িতে থাকা মাদক কারবারিরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হন।
ঢাকা/বুলবুল/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বঙ্গোপসাগরে অনুপ্রবেশের দায়ে ১৪ ভারতীয় জেলে আটক
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাদের বহনকারী ট্রলার জব্দ করা হয়।
শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ট্রলারসহ জেলেদের নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের মোংলায় আনা হচ্ছে। মামলা করে সোমবার (৪ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।”
আরো পড়ুন:
কুয়াকাটা সৈকতে ভেসে এল দুই লাশ
সাগরে ট্রলারডুবি: চার দিন ভেসে থাকার পর উদ্ধার ৯ জন, নিখোঁজ ৬
তিনি আরো বলেন, “নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী অভিযানে অংশ নিয়ে জেলেসহ ট্রলারটি আটক করে। ‘এফবি পারমিতা’ নামের ওই ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল, যা পরবর্তীতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।”
ঢাকা/শহিদুল/মাসুদ