ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, এ হামলা তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ, এবং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে “পূর্ণ সমন্বয়ের” মাধ্যমে পরিচালিত হয়েছে।

ট্রাম্পের সাহসী সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে বলেও জানান তিনি। এ জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন।

রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, “অল্প কিছুক্ষণ আগে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার পূর্ণ সমন্বয়ে আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ সহযোগিতায়, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।” 

তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচির শুধু আমাদের অস্তিত্বের জন্য নয়, পুরো বিশ্বের শান্তির জন্য হুমকি ছিল।”

নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “ট্রাম্পের সাহসী সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে এবং মধ্যপ্রাচ্যকে শান্তির দিকে নিয়ে যাবে।”

তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সাহসী সিদ্ধান্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের শক্তি ও ন্যায়ের মাধ্যমে ইতিহাস বদলে দেবে।” 

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যা করেছে, তা পৃথিবীর অন্য কোনো দেশ করতে পারেনি।”

এদিকে, ইরানি কর্মকর্তারা বারবার জানিয়েছেন, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, বরং শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ও গবেষণা চালানোর অধিকার রক্ষা করবে।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) সংসদীয় আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৬টায় সেনবাগ উপজেলার পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল হাতে নিয়ে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। মশাল মিছিলটি সেনবাগ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো পড়ুন:

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

এ সময় নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভকারীরা নোয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমান মনোনয়ন দেওয়ার দাবি জানান। 

গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুককে প্রাথমিক মনোনয়ন দেয়। 

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘‘জয়নুল আবদীন ফারুক কয়েকবার সংসদ সদস্য হয়েও সেনবাগে উন্নয়ন করেননি। দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। বিপরীতে কাজী মফিজুর রহমান নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। উন্নয়ন বঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চান তিনি।’’

ঢাকা/সুজন/বকুল  

সম্পর্কিত নিবন্ধ