ইরানের ইসলামি রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের ওপর প্রথমবার বহু বোমার সংস্করণে তেরি শক্তিশালী খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

সোমবার (২৩ জুন) আইআরজিসি গণমাধ্যমকে এই তথ্য দেয়। খাইবার ক্ষেপণাস্ত্রটির আরেক নাম কাদর এইচ। এই শ্রেণির ক্ষেপণাস্ত্রে একসঙ্গে বহু বোমা থাকে, যা বিরাট বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আইআরজিসিরি জনসংযোগ বিভাগকে উদ্ধৃত করে লিখেছে, এই হামলা চালানো হয়েছে জায়নবাদী শাসনের অব্যাহত দুষ্কর্মের জবাবে। খাইবার ক্ষেপণাস্ত্রে স্মার্ট ড্রোনের সমন্বয় করা হয়েছে।

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ
ইরানের ফোরদো কী? যুক্তরাষ্ট্রের বোমায় এটি কি ধ্বংস হয়ে গেছে?

এক্সপ্লেইনার: ইরানে হামলার ‘ইসরায়েলি বাহানা’ আন্তর্জাতিক আইনে ‘অবৈধ’

আইআরজিসি জানিয়েছে, “এই অভিযানে প্রথমবারের মতো খাইবার (কাদর এইচ) বহু-বোমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা নতুন ও চমকপ্রদ কৌশলের মাধ্যমে আরো নিখুঁতভাবে, আরো বিধ্বংসীভাবে এবং আরো কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম।”

আইআরএনএ লিখেছে, “উত্তর থেকে দক্ষিণ এবং জায়নবাদী শাসনের কেন্দ্রীয় অংশজুড়ে অধিকৃত ভূখণ্ডে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল আইআরজ স

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।

কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায়  ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে  দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।

আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।

ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com

সম্পর্কিত নিবন্ধ

  • কাবাডি আমাদের ঐতিহ্য, জাতীয় চেতনার প্রতীক: উপদেষ্টা আসিফ
  • প্রথমবার ‘অস্কার’ পেলেন টম ক্রুজ
  • বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান