ইরানের ইসলামি রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইসরায়েলের ওপর প্রথমবার বহু বোমার সংস্করণে তেরি শক্তিশালী খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।  

সোমবার (২৩ জুন) আইআরজিসি গণমাধ্যমকে এই তথ্য দেয়। খাইবার ক্ষেপণাস্ত্রটির আরেক নাম কাদর এইচ। এই শ্রেণির ক্ষেপণাস্ত্রে একসঙ্গে বহু বোমা থাকে, যা বিরাট বিস্ফোরণে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ আইআরজিসিরি জনসংযোগ বিভাগকে উদ্ধৃত করে লিখেছে, এই হামলা চালানো হয়েছে জায়নবাদী শাসনের অব্যাহত দুষ্কর্মের জবাবে। খাইবার ক্ষেপণাস্ত্রে স্মার্ট ড্রোনের সমন্বয় করা হয়েছে।

আরো পড়ুন:

আলজাজিরার বিশ্লেষণ
ইরানের ফোরদো কী? যুক্তরাষ্ট্রের বোমায় এটি কি ধ্বংস হয়ে গেছে?

এক্সপ্লেইনার: ইরানে হামলার ‘ইসরায়েলি বাহানা’ আন্তর্জাতিক আইনে ‘অবৈধ’

আইআরজিসি জানিয়েছে, “এই অভিযানে প্রথমবারের মতো খাইবার (কাদর এইচ) বহু-বোমার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে, যা নতুন ও চমকপ্রদ কৌশলের মাধ্যমে আরো নিখুঁতভাবে, আরো বিধ্বংসীভাবে এবং আরো কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম।”

আইআরএনএ লিখেছে, “উত্তর থেকে দক্ষিণ এবং জায়নবাদী শাসনের কেন্দ্রীয় অংশজুড়ে অধিকৃত ভূখণ্ডে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।”

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল আইআরজ স

এছাড়াও পড়ুন:

অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা

বিশ্ববিদ্যালয়ের একটি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় নেই অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। ৩২ বছরের মধ্য এ ঘটনার প্রথমবারের মতো ঘটল যে কোনো র‍্যাংকিংয়ে জায়গা পেল না অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। দ্য টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ এ প্রথম তিনে জায়গা পায়নি এ দুই বিশ্ববিদ্যালয়।

এদিকে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম ও কেমব্রিজ তৃতীয় স্থানে রয়েছে।

গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (এলএসই) তালিকার শীর্ষেই আছে। এরপরে দ্বিতীয় স্থানে আছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে আছে ডারহাম বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ১৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাজ্যর গণমাধ্যমে ইনডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যৌথভাবে চতুর্থ স্থানে আছে, যা গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবারের মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান দুটিকেই সেরা তিনের বাইরে ঠেলে দিয়েছে। ৩২ বছর ধরে করা এই গুড ইউনিভার্সিটি গাউড প্রথমবার এমনটা হলো যে অক্সফোর্ড ও কেমব্রিজ প্রথম তিনে নেই।

গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিকস চতুর্থ স্থান প্রথম স্থানে চলে এসেছিল। গত বছর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়; যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।

পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ‘ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

সম্পর্কিত নিবন্ধ

  • ৭ কোটি ৮০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতে কী ঘটেছিল পৃথিবীতে
  • ইবিতে প্রথমবারের মতো যাত্রা শুরু বৈদ্যুতিক শাটলের 
  • অক্সফোর্ড–কেমব্রিজ নেই সেরা তিন বিশ্ববিদ্যালয়ে, ৩২ বছরে প্রথম ঘটনা