কুষ্টিয়ায় একটি তিনতলা বাড়ি থেকে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত গভীর রাতে সদর উপজেলার আইলচারা বাজার সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

এসময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটকরা দীর্ঘদিন ধরে ওই ভবনটি অপরাধের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। তারা বাড়িটিকে একটি টর্চার সেল বা নির্যাতন কেন্দ্রে রূপান্তর করেছিল। যেখানে চাঁদাবাজি ও অপহরণের জন্য ধরে আনা ব্যক্তিদের নির্যাতন করা হতো। পরে অপহৃতদের পরিবার থেকে আদায় করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ।

আটকরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার মৃত মোজাম ডাক্তারের ছেলে রনি, মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার বাসিন্দা সজীব, একই ইউনিয়নের চিথলিয়া গ্রামের রাব্বি ও একই গ্রামের শাকিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মানিকের নেতৃত্বে এই চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে ভয় ও ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম ছিল তাদের নিত্য কাজ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, “আটকদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত ধারায় একাধিক মামলার প্রস্তুতি চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এবার দিনের ভোট রাতে হবে না: আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকার দিনের ভোট রাতে মেরে নিয়েছে। এবার দিনের ভোট রাতে আর হবে না। 

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাক্স ব্রিজ মোড়ে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

দুর্নীতিতে ৩ বার চ্যাম্পিয়ন দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের

বর্তমানে যে অবস্থা, তাতে নির্বাচনে অসুবিধা নেই: উপদেষ্টা

পথসভায় আরো বক্তব্য রাখেন—জামায়াত নেতা হামিদুল ইসলাম, মাওলানা ইয়াসির আরাফাত, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা হাফিজুর রহমান জিহাদীসহ অন্যান্য নেতা। 

পরে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলচারা গ্রামে নির্বাচনী গণসংযোগ করেন মুফতি আমির হামজা। সেখানে কৃষকদের সঙ্গে ধান মাড়াই করেন তিনি। 

এ সময় মুফতি আমির হামজা বলেন, কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • এবার দিনের ভোট রাতে হবে না: আমির হামজা
  • টেকনাফে অস্ত্র-মাদকসহ ২৮ মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার