অবৈধ বালু ব্যবসায় বাধা, এনসিপি নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ
Published: 25th, June 2025 GMT
মাদারীপুরের রাজৈরে অবৈধ বালু ব্যবসায় বাধা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা গ্রামের ২ নং ব্রিজ এলাকায় তারা হামলার শিকার হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতরা হলেন- এনসিপির মাদারীপুর জেলা সমন্বয়কারী কমিটির সদস্য ও রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা ২ নং ব্রিজ এলাকার বাসিন্দা (৩৫) ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাতুল জারা নিপা (৩০)। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অবৈধ ড্রেজার বালু ব্যবসার জন্য পাইপ লাইন টানেন হোসেনপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল শেখ ও তার লোকজন। এতে বাধা দেন মহাসিন। ক্ষিপ্ত হয়ে এনামুল মঙ্গলবার সন্ধ্যার দিকে মোবাইলে কল করে মহাসিনকে বাড়ির সামনের সড়কে ডেকে আনেন। সেখানে মহাসিনকে বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গিয়ে মারধরের শিকার হন মহাসিনের দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নিপা। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরো পড়ুন:
খুলনায় এসআইকে মারধরের পর পুলিশে সোপর্দ
চাঁদা না দেওয়ায় দাড়ি ধরে টান, মারধরের অভিযোগ
আহত মহাসিন ফকির বলেন, “এনামুল শেখ আগে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ করতেন। এখন তিনি হোসেনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী হতে চাচ্ছেন। তাদের অবৈধ বালুর ব্যবসায় বাধা দেওয়ায় আমার ওপর হামলা হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “লতিফ বয়াতি নামে এক ব্যক্তি আমাকে ফোন করে ঘর থেকে বের করে আনেন। এনামুল ও হকসহ আরো ৭-৮ জন মিলে আমাকে বেধড়ক মারধর করে। আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও মারধর করা হয়।”
অভিযুক্ত হোসেনপুর ইউনিয়ন যুবদল নেতা এনামুল শেখ উল্টো অভিযোগ করে বলেন, “বাড়ি নির্মাণের জন্য আমার একটা পুকুর ভরাট করতে এনসিপি নেতা মিরাজুলকে বলেছিলাম। তার ড্রেজার পাইপ লাইন নিয়েছি। এ জন্য মহাসিন ফকির চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে ড্রেজার চালানোর সঙ্গে সঙ্গে গোড়া থেকে একটি পাইপ ভেঙে ফেলেন তিনি। এ নিয়ে কথা বলতে গেলে, তিনি আগে আমাকে মারধর করেন। পরে আমার ছোট ভাই (নাজমুল শেখ) মহাসিনের চোখে ঘুষি মারে। এ বিষয়ে আমরা রাজৈর থানায় মামলা করেছি।”
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। একপক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম রধর জ ত য় ন গর ক প র ট অভ য গ ম রধর র এন ম ল ব যবস এনস প উপজ ল
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের হাইফা বন্দরে হুতিদের হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, তারা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় এ হামলা চালানো হয়েছে।
হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস কর্মকান্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষবস্তুতে আঘাত হেনেছে।
গাজায় ইসরায়েলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতি।
তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭–এ পৌঁছাল, যাদের মধ্যে ১০৩টি শিশু।