নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, নারায়ণগঞ্জ গ্রীন এন্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে পরিষ্কার পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। এই কাজ প্রতিনিয়ত চলমান থাকবে।

শনিবার (২৭ জুন) সারাদিন ব্যাপী ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফতুল্লার লালপুর এলাকার পানি চলাচল অব্যাহত রাখতে পানি নিষ্কাষন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  এ সময় খাল, ড্রেন ও নালা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

এ ছাড়ও ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, যেহেতু বৃষ্টি মৌসুম আর এখানে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হলে পানি নিষ্কাষনের সুব্যবস্থা হবে।

লালপুরের পাম্প দ্বারা সেচের পানি দ্রুত স্থানান্তর করা সম্ভব হবে। ফলে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকার আশংকা থাকবে না। তাই এ ধরণের কার্যক্রম ভবিষ্যতে চলমান থাকবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইউএনও

এছাড়াও পড়ুন:

কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) দেশবরেণ্য এ ক্রীড়া সংগঠকের ৫৬তম জন্মদিন উপলক্ষে শহরের উকিল পাড়া এলাকায় জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল, জেলা জাসাসের সহ-সভাপতি হাজী মোঃ রিপন দপ্তরী, মহানগর জাসাসের সহ-সভাপতি রায়হান সরকার, এনামুল হক খান, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন,  নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, শাফিউজ্জামান,  ফতুল্লা থানা জাসাসের সহ সভাপতি আব্দুর রাজ্জাক রাজা, তাসলিমা দেওয়ান, ফতুল্লা থানা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অপু, রুপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলি, তারাবো পৌরসভা জাসাসের সভাপতি মোঃ রনি, সদর থানা (জেলা জাসাস) সহ সভাপতি মোঃ সেলিম প্রধান, বক্তাবলি ইউনিয়ন জাসাসের সভাপতি সলিমা মেম্বার, আলিরটেক ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার, কাশিপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো: বাবুল, কুতুবপুর ইউনিয়ণ জাসাসের সহ সভাপতি শহিদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা, বন্দর থানা (নারায়ণগঞ্জ মহানগর) জাসাসের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন মুন্না, গোগনগর ইউনিয়ন জাসাস নেতা ইয়ার হোসেন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনার মাঝ নদীতে স্পিডবোট অচল, ভয়ে কান্নাকাটি করছিলেন যাত্রীরা
  • ফরিদপুরে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার ওপর চড়াও বিএনপি নেতারা
  • বিএনপি’র পাল্টা-পাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি
  • কোকোর জন্মদিন উপলক্ষে সানির উদ্যোগে দোয়া মাহফিল
  • আরাফাত রহমান কোকোর জম্মদিনে মহানগর বিএনপির দোয়া 
  • নারায়ণগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ২ 
  • পুলিশের লাঠি নিয়ে তরুণকে পেটানোর ভিডিও ভাইরাল, ইউএনওর বিরুদ্ধে মামলা
  • নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিনকে ফুলেল শুভেচ্ছা
  • ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন
  • ডাকাতির দায়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের কারাদণ্ড