বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রাথমিক সিদ্ধান্ত
Published: 29th, June 2025 GMT
বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা শহরের সুবিধাজনক স্থানে এই একাডেমি নির্মাণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এই একাডেমি প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করা হবে। বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠিত হলে এটি তথ্য সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’ একাডেমি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য তিনি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘তথ্য ক্যাডার কর্মকর্তাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ একাডেমি স্থাপন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই একাডেমি প্রতিষ্ঠার ক্ষেত্রে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করবে।’
বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্ত গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব মো.
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গত এপ্রিল মাসের সমন্বয় সভায় বিসিএস ইনফরমেশন একাডেমি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। ওই সভায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, বর্তমানে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য কোনো প্রশিক্ষণ একাডেমি নেই। একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপনের কার্যক্রম গ্রহণ করতে হবে। এপ্রিল মাসের সমন্বয় সভার কার্যবিবরণীতেও একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবকে উদ্যোগ গ্রহণের কথাও কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর মকর ত দ র গ রহণ
এছাড়াও পড়ুন:
এবার সাংবাদিক তুহিনের হত্যাস্থলে শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সাদ্দাম হোসেন (৩০) নামে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোলোয়ার হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত সাদ্দাম হোসেনের নাম ছাড়া বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহিন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
আরো পড়ুন:
শ্রীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, সন্তান নিয়ে পলাতক স্বামী
রাঙামাটিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে সাদ্দাম হোসেন ও দেলোয়ার হোসেন নামের দুই যুবক শরবত বিক্রি করেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে সাদ্দাম-দেলোয়ারের মধ্যে বিবাধ হয়। একপর্যায়ে দেলোয়ার তার কাছে থাকা ছুরি দিয়ে সাদ্দামের পিঠে ও হাতে আঘাত করেন। এতে গুরুতর আহত হন সাদ্দাম। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ও অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।
এর আগে, গত ৭ আগস্ট এখানেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়।
ঢাকা/রেজাউল/রাজীব