নিউ মার্কেটে ভবন থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
Published: 29th, June 2025 GMT
রাজধানীর নিউমার্কেট বিশ্বাস বিল্ডার্সের একটি কক্ষ থেকে ফাতেমা আনোয়ারা ইশা (২৬) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী।
রবিবার (২৯ জুন) দুপুরে বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্সের ১৮ তলায় একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
আরো পড়ুন:
এআই ব্যবহারে ভারসাম্য ও নৈতিকতা নিশ্চিত করতে হবে: জবি উপাচার্য
জকসু নির্বাচনসহ ৩ দাবিতে ছাত্র অধিকার পরিষদের কর্মসূচি
হাসপাতালে ইশার বোনজামাই নুর মোহাম্মদ শরীফ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার রুপিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন। ইশা বর্তমানে থাকতেন বিশ্বাস বিল্ডার্স ভবনে ওই কক্ষে। পড়ালেখার পাশাপাশি অনলাইনে বিজনেস করতেন তিনি।
তিনি আরো জানান, রবিবার সকাল থেকে ফোনে কল করে তাকে পাওয়া যাচ্ছিল না। দুপুরে ইশার বাসায় গিয়ে দরজা ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে থানা পুলিশকে ফোন দেওয়া হয়। পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখা যায় ইশা সিলিং ফ্যানের সাথে গলায় টাই পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুঁলে আছে। কি কারণে ইশা গলায় ফাঁস দিয়েছেন তা জানাতে পারেনি পরিবার।
হাসপাতালে নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঢাকা/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রবাসীর পরিত্যক্ত ঘরে মিলল ৩০ হাতবোমা
শরীয়তপুরের নড়িয়ায় এক প্রবাসীর বাড়ির পরিত্যক্ত ঘর থেকে অন্তত ৩০টি হাতবোমা জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা এলাকায় এসব হাতবোমা জব্দ করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, পোড়াগাছা এলাকার মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানে থাকেন। তার বাড়িতে কেউ না থাকায় ঘর ফাঁকা ছিল। ওই ঘরে হাতবোমা রাখা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় পাঁচটি বালতিতে রাখা অন্তত ৩০টি হাত বোমা জব্দ করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুন:
মাগুরায় পেট্রলবোমা হামলা: রায় ঘোষণার দিনে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের আবেদন
বোমা হামলার প্রতিবাদে নওয়াপাড়ায় ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেছেন, আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে কেউ নাশকতা চালাতে পারে, সে আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে হাতবোমাগুলো জব্দ করা হয়েছে। কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ঢাকা/আকাশ/রফিক