ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার কয়েক জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রবিবার (২৯ জুন) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক তিন আদেশে এই বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-লাইনওআর এর পরিদর্শক মনিরুজ্জামানকে খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন), আজিজুর রহমানকে আদাবর থানা থেকে ওয়ারি থানায় বদলি করা হয়েছে।

আরো পড়ুন:

পাবনায় কনটেন্ট ক্রিয়েটর সাইমুমের বাড়িতে আ.

লীগ সমর্থকদের হামলা

তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা

আরেক আদেশে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানকে গুলশান থানায়, লাইনওরের পরিদর্শক মো. আব্দুর রহিম মোল্লাকে উত্তরা পশ্চিম থানায় ও লাইনওয়ারের পরিদর্শক শেখ ফরিদ উদ্দীনকে ডিএমপি গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।

অন্য এক আদেশে সম্প্রতি বিদেশে যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি করা গুলশান থানার ওসি মাহমুদুর রহমানকে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

ঢাকা/এমআর/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ড এমপ

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল

চুক্তি ভিত্তিতে নিয়োজিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দারের মেয়াদ বাড়ানো হয়েছে। এ জন্য তাঁকে আগের চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সাংবাদিক মনির হায়দারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। এখনো তাঁকে সিনিয়র সচিব পদমর্যাদায় নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল