প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের
Published: 5th, July 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল মিয়া (৩২) ও ওসমান মিয়া (৪০)। তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সৌদি আরবে মারা যান বুঝপুর গ্রামের বাসিন্দা রুবেল। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন।
আরো পড়ুন:
বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
চুয়াডাঙ্গায় ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া। মহাসড়কে ছিটকে পড়ে আহত হন আরেক প্রতিবেশী বশির মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহাবুদ্দিন বলেন, ‘‘লাশবাহী অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করছি, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’’
ঢাকা/রুবেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
‘মানসিক ভারসম্যহীন’ ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
নেত্রকোণার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, “ছেলের আঘাতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
আরো পড়ুন:
গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩
বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নিহত মোস্তফা মিয়া একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। অভিযুক্তের নাম সাজ্জাদ মিয়া (২৫)।
স্থানীয় সূত্র জানায়, সাজ্জাদ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি প্রায়ই অস্বাভাবিক আচরণ করেন এবং বিভিন্ন জায়গায় চলে যান। গতকাল শনিবার রাতে খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন মোস্তফা মিয়া। সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়া মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঢাকা/ইবাদ/মাসুদ