প্রবাসীর লাশ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের
Published: 5th, July 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাতিসা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাবুল মিয়া (৩২) ও ওসমান মিয়া (৪০)। তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বুঝপুর গ্রামের বাসিন্দা। মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সৌদি আরবে মারা যান বুঝপুর গ্রামের বাসিন্দা রুবেল। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। সেখান থেকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ গ্রামের উদ্দেশে রওনা দেন।
আরো পড়ুন:
বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
চুয়াডাঙ্গায় ট্যাংকলরির ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩
চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেলের বড় ভাই বাবুল ও প্রতিবেশী ওসমান মিয়া। মহাসড়কে ছিটকে পড়ে আহত হন আরেক প্রতিবেশী বশির মিয়া। তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি শাহাবুদ্দিন বলেন, ‘‘লাশবাহী অ্যাম্বুলেন্সটি অতিরিক্ত গতিতে চলছিল। ধারণা করছি, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’’
ঢাকা/রুবেল/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত
এছাড়াও পড়ুন:
যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।