বৈষম্যবিরোধীর নেতার বিরুদ্ধে দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ
Published: 6th, July 2025 GMT
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন রিয়াজুল জান্নাত নামে এক নারী। দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এমনকি মব সৃষ্টি করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগরের সদস্যসচিব নিজাম উদ্দিন চাঁদা দাবির অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন। মিথ্যা অভিযোগের জন্য রিয়াজুল জান্নাতের বিরুদ্ধে মানহানিসহ দুটি মামলা দায়ের করবেন বলে জানান তিনি।
শনিবার চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ বরাবর আইনী বিচার চেয়ে চিঠি দেন রিয়াজুল জান্নাত। চিঠিতে তার স্বামী নওশেদ জামালকে জামায়াতে ইসলামীর বাগমনিরাম দক্ষিণ সাংগঠনিক ওযার্ডের সেক্রেটারি দাবি করেন। মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার নওশেদ জামালকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। নওশেদ জাতীয় শ্রমিক লীগ মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে রিয়াজুল জান্নাত অভিযোগ করেন, তার স্বামী নওশেদ জামাল চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জামায়াতে ইসলামীর রোকন। সিটি করপোরেশনের বাগমনিরাম দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি। কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে নেজাম (নিজাম) উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর স্বামীর কাছ থেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তাঁর স্বামীকে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। ৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে নিজাম উদ্দিন একটি কক্ষে বসে মুঠোফোনে কথা বলেন। সেখানে একপর্যায়ে তিনি বলেন, ‘আরে ভাই শোনেন, পুলিশ পারে না যে এমন কিছু নাই.
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব নিজাম উদ্দিন বলেন, ‘৫ আগস্টের আগে নওশেদ জামাল আওয়ামী লীগের শ্রমিক নেতা ছিলেন। তার প্রমাণ আমাদের কাছে আছে। প্রথমে ওই নারী ১০ লাখ টাকা চাঁদা দাবির কথা বলেছিলেন। এখন দুই কোটি টাকা বলছেন। সিএমপি কমিশনারকে বলেছি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে। আমার বিরুদ্ধে জিরো পয়েন্ট এক পারসেন্ট সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। আমি স্বেচ্ছায় কারাগারে যাব। সত্যতা না পেলে ওই নারীর বিরুদ্ধে আমি মানহানিসহ দুটি মামলা দায়ের করব।’
এক প্রশ্নের জবাবে নিজাম উদ্দিন বলেন, ৫ আগস্টের পর নিজেকে জামায়াত পরিচয় দিচ্ছেন। জামায়াতের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বলেন, এক নারী চাঁদা-দাবির একটি অভিযোগ দিয়েছেন। এখন এটি কমিশনার স্যার তদন্ত করে দেখবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: নওশ দ জ ম ল
এছাড়াও পড়ুন:
বাড্ডার সাতারকুলে কাভার্ড ভ্যানের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানটি তাঁদের চাপা দেয়।
নিহত ব্যক্তিরা হলেন আশরাফ আলী (৪৫) ও নেহার বেগম (৪০)।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান রাস্তা পার হওয়ার সময় আশরাফ আলী ও নেহার বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাসংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।