সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার এক হাজার কোটি টাকার মানহানি মামলা
Published: 10th, July 2025 GMT
একটি ‘অনলাইন টিভিতে’ সংবাদ প্রচারের জেরে কুমিল্লার আদালতে মাহবুব আলম আরিফ নামে এক সাংবাদিকের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। তিনি মুরাদনগর উপজেলার চৌধুরীকান্দি গ্রামের মৃত মোজাম্মেল হক ভূঁইয়ার ছেলে।
সাংবাদিক মাহবুব আলম আরিফ একই উপজেলা সদর এলাকার মৃত মনিরুল হকের ছেলে। তিনি মানবকণ্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আদালতের বিচারক মমিনুল হক অভিযোগটি আমলে নিয়ে ওই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে হাজির হতে সমন জারি করেছেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো.
মামলায় উল্লেখ করা হয়েছে, গত ২৭ জুন রাতে মুরাদনগরে এক নারী স্ত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় জড়িত একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা উল্লেখ করে সাংবাদিক মাহবুব আলম আরিফ তার ‘মুরাদনগর লাইভ টিভি’ নামক একটি অনলাইন পেজে বিষয়টি প্রচার করেন। এতে দলটির (বিএনপি) ভাবমূর্তি নষ্ট হয়েছে।
মামলার বাদী কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘বিএনপি একটি জনপ্রিয় দল। একটি স্পর্শকাতর ঘটনায় রাজনৈতিক পরিচয় যাচাই-বাছাই না করেই আসামি ফজর আলীকে বিএনপির কর্মী হিসেবে উল্লেখ করে ফেসবুকে লাইভ দিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হয়। এ কারণে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে মামলার বিবাদী সাংবাদিক আরিফ বলেন, ‘ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফজর আলীকে বিএনপির কর্মী বলে বক্তব্য দেন। তবে ফজর আলী বিএনপির কর্মী নন এমন বক্তব্যও দিয়েছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন। ওই সংবাদে আমার কোনো ব্যক্তিগত মতামত ছিল না। মামলার বিষয়টি জেনেছি, তবে আদালতের সমন এখনও হাতে পাইনি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ম র দনগর ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত