চাঁদাবাজি সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হোন: নাহিদ ইসলাম
Published: 10th, July 2025 GMT
চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, লড়াই এখনো শেষ হয়নি। দেশের মৌলিক সংস্থার ও জুলাই সনদ নিয়ে লড়াই এখনো চলছে। একটি মহল নানা তালবাহানা করছে। আমরা আপনাদের বলতে চাই, এ ব্যাপারে সোচ্চার হোন। আপনার এলাকায় চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে সরব হোন।
আজ বৃহস্পতিবার বিকেলে মাগুরায় পদযাত্রায় অংশ নিয়ে শহরের ভায়না মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।
এনসিপির প্রধান এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় যারা শহীদ হয়েছেন; সেই রক্তের মর্যাদা দিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই জারি রাখতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আমাদের দেশে যে সংকটগুলো চলমান, গণঅভ্যুত্থানের পরেও আমরা নতুন সংবিধানের অভাবে সেই সমস্যার সমাধান করতে পারছি না। ফলে আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে করতে হলে ফ্যাসিজমের সঙ্গে যারা জড়িত ছিল; তাদের বিচার এবং মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি ভিনদেশী আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশপন্থী একটি রাজনীতি দাঁড় করাতে হবে।
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক কমিটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা ডা.
পথসভার আগে পদযাত্রাটি শহরের ভায়না মোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড়, ঢাকা রোড হয়ে আবার ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হ দ ইসল ম এনস প জ ত য় ন গর ক প র ট
এছাড়াও পড়ুন:
আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “দেশ সংস্কার না করে কোনো নির্বাচন নয়। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদে সামিল হতে চাই, আমরা তার বিরুদ্ধে যাব। বাংলাদেশের মানুষ চাই সংস্কার হোক।”
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ৩টার দিকে কুষ্টিয়ার পাঁচরাস্তা মোড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদ বিরোধি লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। আবরারের মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। আবরারের মৃত্যু প্রতিবাদের মিছিলে দিল্লী না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।”
আরো পড়ুন:
বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে: নাহিদ
বিবৃতি দিয়ে আমাদের আটকাতে পারবেন না, ভয় পাই না: হাসনাত আব্দুল্লাহ
তিনি বলেন, বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সব শহীদকে আমরা স্মরণ করি। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।”
দেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার অষ্টম দিনে কুষ্টিয়ায় বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পদযাত্রা। এর আগে, আজ দুপুর ১টায় কুমারখালী উপজেলার রায়ডাঙা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। কবর জিয়ারত শেষে কুষ্টিয়া বড়বাজার এলাকা থেকে পদযাত্রা পাঁচরাস্তা মোড় পর্যন্ত যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পথসভা শেষে পদযাত্রা মেহেরপুর জেলার উদ্দেশ্যে যাত্রা করে। গত ১লা জুলাই রংপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি।
ঢাকা/কাঞ্চন/মাসুদ