ঋণ শোধে দুই বছরের মেয়েকে বিক্রির চেষ্টা
Published: 11th, July 2025 GMT
লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে দুই বছরের মেয়েকে বিক্রির চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামে।
হাবিবুর রহমান জানান, অভাবের সংসার। জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। গত মৌসুমে ভুট্টা, পেঁয়াজ ও বাদাম আবাদ করতে এক বন্ধুর কাছ থেকে সুদে ৩ লাখ টাকা নেন। ফসল বিক্রি করে ১ লাখ টাকা পরিশোধ করার পরও সুদসহ আরও ৪ লাখ টাকা পাবেন তাঁর বন্ধু। প্রতিদিন ওই টাকার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন তাঁর বাড়িতে আসে মেয়েকে নিতে। এতে বাদ সাধেন তাঁর স্ত্রী। মেয়েকে নিজের কাছে রাখতে কান্নাকাটি শুরু করেন। জানতে পেরে স্থানীয়রা বাড়িতে এসে বাধা দেন।
প্রতিবেশী মোজাম্মেল হোসেন বলেন, ঋণের টাকা পরিশোধে নিজের মেয়েকে বিক্রির চেষ্টা করেন হাবিবুর। তাঁর স্ত্রীর কান্নার শব্দ শুনে বাড়িতে গেলে বিষয়টি জানতে পারি। আমাদের বাধায় তিনি মেয়েকে বিক্রি করতে পারেননি।
সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ঘটস্থালে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে আনি। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দিয়েছি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মুদ্রার উল্টো পিঠ দেখলেন সাকিব
২৪ ঘণ্টাতেই সাকিব আল হাসান যেন পুরো অচেনা! আগের দিন ব্যাট-বল হাতে জ্বলে উঠে পুরোনো দিনের কথা মনে করিয়েছিলেন। গতকাল বিবর্ণ তার ব্যাট। নির্বিষ তার বোলিং। তাতে মুদ্রার উল্টো পিঠটাই দেখলেন বাংলাদেশের সুপারস্টার। এটাই তো ক্রিকেট, একদিন হাসাবে…একদিন কাঁদাবে!
গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন। নিজের প্রথম ম্যাচে বাঁহাতি অলরাউন্ডার ছিলেন দুর্বার। নিউ জিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাই প্রথম ম্যাচ জেতে ২২ রানে। সাকিব হয়েছিলেন ম্যাচ সেরা।
অবশ্য শুক্রবার দ্বিতীয় ম্যাচেই সাকিব এলোমেলো। ব্যাটিংয়ে ১০ বলে মাত্র ৭ রান করেন। যেখানে একটি ছক্কা ছিল। আর বোলিংয়ে ৪ ওভারে খরচ ৩৪ রান। উইকেট পাননি কোনো।
হেরেছে তার দলও। আগে ব্যাটিংয়ে নেমে দুবাই ৮ উইকেটে ১৪১ রান করে। জবাবে হোবার্ট হারিকেন্স ১৮ বল আগে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
দুবাইয়ের ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। ব্যাটিংয়ে তাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন গুলবাদিন নাইব। এছাড়া সাদেকুল্লাহ অটল ২৫, কাদিম আলায়েন ১৪ এবং জেস বোটান ১৮ রান করেন। সাকিব পাঁচে নেমে একটি ছক্কা হাঁকান কেবল। আউট হন মোহাম্মদ নবীর বলে।
জবাব দিতে নেমে হারিকেন্স বেন ম্যাকডরমটের ৪৮ ও ম্যাকাললিস্টার ওয়েস্টের ৫০ রানে সহজেই ম্যাচ জিতে নেয়। ২৩ রান করেন জেক ডোরান।
৪ ওভার হাত ঘুরিয়ে সাকিব ৩৪ রান দেন। ১০ ডট বল ছিল তার বোলিং স্পেলে। কোনো ছক্কা হজম করেননি। ৪ খেয়েছেন ৬টি।
ঢাকা/ইয়াসিন