লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে দুই বছরের মেয়েকে বিক্রির চেষ্টা করেছেন বাবা হাবিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামে। 

হাবিবুর রহমান জানান, অভাবের সংসার। জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। গত মৌসুমে ভুট্টা,  পেঁয়াজ ও বাদাম আবাদ করতে এক বন্ধুর কাছ থেকে সুদে ৩ লাখ টাকা নেন। ফসল বিক্রি করে ১ লাখ টাকা পরিশোধ করার পরও  সুদসহ আরও ৪ লাখ টাকা পাবেন তাঁর বন্ধু। প্রতিদিন ওই টাকার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে। টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে মেয়েকে বিক্রির সিদ্ধান্ত নেন। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে কয়েকজন তাঁর বাড়িতে আসে মেয়েকে নিতে। এতে বাদ সাধেন তাঁর স্ত্রী। মেয়েকে নিজের কাছে রাখতে কান্নাকাটি শুরু করেন। জানতে পেরে স্থানীয়রা বাড়িতে এসে বাধা দেন।    

প্রতিবেশী মোজাম্মেল হোসেন বলেন, ঋণের টাকা পরিশোধে নিজের মেয়েকে বিক্রির চেষ্টা করেন হাবিবুর। তাঁর স্ত্রীর কান্নার শব্দ শুনে বাড়িতে গেলে বিষয়টি জানতে পারি। আমাদের বাধায় তিনি মেয়েকে বিক্রি করতে পারেননি। 
 
সিন্দুর্না ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ঘটস্থালে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে আনি। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দিয়েছি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ