ম্যানচেস্টারে বেড়ে ওঠা মার্কাস রাশফোর্ডের। সেখানকার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক তিনি শৈশব থেকেই। প্রতিভার বলে ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন ৭ বছর বয়সে। বাকিটা সবার জানা। একসময় এই ইউনাইটেডই ছিল রাশফোর্ডের ঘরবাড়ি। কিন্তু সেই রাশফোর্ডই গতকাল বললেন, বার্সেলোনাকে নিজের ‘ঘর’ মনে হচ্ছে তাঁর।

আরও পড়ুনরাশফোর্ডকে কেন ‘লুকিয়ে রেখেছে’ বার্সেলোনা১৪ ঘণ্টা আগে

নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছেন, রাশফোর্ড বার্সায় যোগ দিয়েছেন। ইংল্যান্ড ও স্পেনের সংবাদমাধ্যমগুলো আগেই অবশ্য এ খবর জানিয়েছিল। গতকাল সেটারই আনুষ্ঠানিকতা সারলেন রাশফোর্ড। এক মৌসুমের জন্য ধারে যোগ দিয়েছেন কাতালান ক্লাবটিতে। পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারলে থাকছে ক্যাম্প ন্যুতে স্থায়ী হওয়ার সুযোগও। বার্সার জন্য আগামী বছর তাঁকে ৩ কোটি ৫০ লাখ ইউরোয় স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে চুক্তিপত্রে।

ইংল্যান্ডের ২৭ বছর বয়সী এ স্ট্রাইকারকে ধারে দলভুক্ত করার বিষয়ে বার্ষার বিবৃতিতে বলা হয়, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মার্কাস রাশফোর্ডের ধারচুক্তির বিষয়ে একমত হয়েছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড।’

১৯৮৬ সালে গ্যারি লিনেকারের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে বার্সায় যোগ দিলেন রাশফোর্ড। স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইউনাইটেডে রাশফোর্ড সপ্তাহে যে বেতন (৩ লাখ ২৫ হাজার পাউন্ড) পান, তার ৭৫ শতাংশ অর্থ পারিশ্রমিক হিসেবে দেবে বার্সা। বেতনের বাকিটা ছাড় দিয়েছেন রাশফোর্ড।

আরও পড়ুনমেসির পছন্দের গোলের শিল্পকর্ম নিলামে ২২ কোটি টাকায় বিক্রি১৫ ঘণ্টা আগে

গত বছর ডিসেম্বরের পর থেকে ইউনাইটেডে কোচ রুবেন আমোরিমের দলে ব্রাত্য হয়ে পড়েন রাশফোর্ড। গত মৌসুমের অর্ধেক সময় ধারে খেলেছেন অ্যাস্টন ভিলায়। বিবিসি জানিয়েছে, যে পাঁচজন খেলোয়াড় এ মাসে ইউনাইটেডকে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন, রাশফোর্ড তাঁদের একজন। বার্সাকে নতুন ঠিকানা বানানোর পর ক্লাবটির ইউটিউব চ্যানেলে রাশফোর্ড বলেছেন, ‘এটা এমন একটি ক্লাব যেখানে স্বপ্নপূরণ হয়। কারণ, তারা বড় ট্রফি জেতে। মনে হচ্ছে আমি ঘরেই আছি। এটা বেছে নেওয়ার একটা বড় কারণ হলো জায়গাটা পরিবারের মতোই এবং খেলোয়াড়দের দক্ষতা দেখানোর জন্যও এটা ভালো জায়গা.

..আমি বার্সেলোনার মতো খেলতে মুখিয়ে আছি।’

বার্সার ১৪ নম্বর জার্সি পরে খেলবেন রাশফোর্ড। গত মঙ্গলবার বার্সায় নতুন সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেন। রাশফোর্ডকে বার্সার কাছে তুলে দিয়ে আগামী ১২ মাসে পারিশ্রমিকের খাতে ১ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ পাউন্ড বাঁচাতে পারবে ইউনাইটেড।

ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ ছেড়ে যাওয়ার আগে ইউনাইটেডের হয়ে ৪২৬ ম্যাচে ১৩৮ গোল করেছেন রাশফোর্ড। লিগ জিততে না পারলেও পাঁচটি শিরোপা জিতেছেন ক্লাবটির হয়ে।

গত বছর ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার ডার্বিতে রাশফোর্ডকে স্কোয়াড থেকে বাদ দেন ইউনাইটেড কোচ আমোরিম। তখন থেকে রাশফোর্ড আর ইউনাইটেডের হয়ে মাঠে নামতে পারেননি। এর কারণ হিসেবে তখন আমোরিম বলেছিলেন, প্রয়োজন হলে তিনি নিজের ৬৩ বছর বয়সী গোলকিপিং কোচকে মাঠে নামাবেন, তবু ‘যে প্রতিদিন নিজের শতভাগ দেয় না’ তাঁকে খেলাবেন না। এরপর গত জানুয়ারিতে ধারে ভিলায় যোগ দিয়ে ১৭ ম্যাচ খেলেন রাশফোর্ড।

দারুণ ৩০ গোলের মৌসুম শেষ করে ২০২৩ সালে ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছিলেন রাশফোর্ড। কিন্তু এর পর থেকেই তাঁর ফর্ম পড়ে যায়। ২০২৩–২৪ মৌসুমে কোচ এরিক টেন হাগের অধীন ৪৩ ম্যাচে মাত্র ৮ গোল করেন, আর শৃঙ্খলাভাঙার জন্য শাস্তি পেয়েছেন তিনবার।

তবে বার্সায় যোগ দিয়ে ইউনাইটেডের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেননি রাশফোর্ড, ‘আমার খারাপ কিছুই বলার নেই, কারণ এটা (ম্যানচেস্টার ইউনাইটেড) শুধু আমার ক্যারিয়ারই নয়, জীবনেরও অংশ। তাদের জন্য শুভকামনা, ভবিষ্যতে তারা যেন সফল হতে পারে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • কালচে হয়ে যাচ্ছে মোগল আমলের লালকেল্লা
  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • জিল হোসেন মারা গেছেন, আদালতে তাঁর লড়াই শেষ হবে কবে
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • কীভাবে নেট রান রেট হিসাব করা হয়, সুপার ফোর উঠতে বাংলাদেশের হিসাব কী
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া