গাজার উদ্দেশে রওনা দিয়েছিল মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’। ছিলেন ২১ জন সাহসী আরোহী। এরপরই শনিবার রাতে গন্তব্যের প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে ‘ইসরায়েলি’ বাহিনী আটক করে জাহাজটিকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এক ইউটিউব লাইভ স্ট্রিমে দেখা যায়, সশস্ত্র ‘ইসরায়েলি’ সেনারা জাহাজে উঠে পড়ছে। ওই সময় জাহাজের ডেকে থাকা সবাই লাইফ জ্যাকেট পরে দুহাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল। এর মধ্যে সেনাদের একজন ক্যামেরার মুখ ঘুরিয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই লাইভ সম্প্রচারটি বন্ধ হয়ে যায়।

লাইভ স্ট্রিম বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই মিশনের আয়োজক ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে জানায়, গাজায় সহায়তা পাঠানোর প্রচেষ্টায় থাকা হানডালা নৌযানটিকে ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় জোরপূর্বক আটক করেছে। প্যালেস্টাইনের জলসীমার বাইরে ইসরায়েলি বাহিনী এই অভিযানটি চালিয়েছে, যা আন্তর্জাতিক আইন ও নিয়মের বিরুদ্ধ।

আরো পড়ুন:

ক্ষুধায় কঙ্কালসার গাজার মানুষ ঢলে পড়ছে রাস্তায়

কয়েকদিন ধরে না খেয়ে আছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: ডব্লিউএফপি

বিবৃতিতে আরো বলা হয়, ‘হান্দালা’ নামের জাহাজটিতে শিশুখাদ্য, ডায়াপার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ছিল, যা গাজার অবরুদ্ধ মানুষের জীবন বাঁচাতে পাঠানো হচ্ছিল। তাদের ভাষ্য, ইসরায়েলি বাহিনী শুধু ত্রাণসামগ্রী জব্দ করেই থামেনি, বরং জাহাজে থাকা আরোহীদেরও তুলে নিয়ে গেছে। জাহাজটিতে ১০টি দেশের ২১ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ১৯ জন আন্তর্জাতিক অধিকারকর্মী এবং ২ জন আল–জাজিরার সাংবাদিক।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে জানায়, ইসরায়েলি নৌবাহিনী অবৈধভাবে গাজার উপকূলীয় জলসীমায় প্রবেশের চেষ্টা করা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে। জাহাজটিকে নিরাপদে ইসরায়েলের উপকূলে আনা হচ্ছে। সব যাত্রী নিরাপদে রয়েছেন। 

এই ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা এটিকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, এই ধরনের হামলার জন্য আমরা নেতানিয়াহু সরকারকে সম্পূর্ণ দায়ী করছি। গাজায় অবরোধ না ওঠা পর্যন্ত ত্রাণবাহী জাহাজের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

অধিকারকর্মীদের সাহসিকতার প্রশংসা করে হামাস বলেছে, ইহুদিবাদীদের হুমকির মধ্যেও তাদের বার্তা গাজাবাসী ও সারা বিশ্বের কাছে পৌঁছে গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের নানা দেশের সরকার গাজায় ইসরায়েলের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ক্ষুধার কারণে মৃত্যুর সাড়ি বেড়েই চলেছে। ত্রাণ সংগ্রহ করার সময় এখন পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ ইসরায়েলি সেনাবাহিনী ও মার্কিন ভাড়াটে বাহিনীর হাতে নিহত হয়েছেন।

এদিকে রবিবার গাজার উত্তরাঞ্চলে স্বল্প পরিমাণে ত্রাণ বিমান থেকে ফেলে লোক দেখানো সহায়তা প্রদর্শনের চেষ্টা করেছে ইসরায়েল। এসময় ত্রাণের ব্যাগের আঘাতে ১১ জন আহত হয়েছেন। এটি ইসরায়েলের পরিকল্পিত হামলা বলেও মনে করা হচ্ছে। এই ধরনের ত্রাণ বিতরণকে অকার্যকর ও ক্ষুধার্ত মানুষের জন্য প্রাণঘাতী বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য় ল জ হ জট ইসর য

এছাড়াও পড়ুন:

টি-টোয়েন্টিতে অভিষেক-রাজ, টেস্টে অদম্য রুট

বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবের পর ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। আজ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এ স্বীকৃতি পেলেন ২৪ বছর বয়সী এই ব্যাটিং অলরাউন্ডার।

মাত্র এক বছর আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এখন পর্যন্ত শুধুই টি-টোয়েন্টি খেলেছেন অভিষেক। ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিপক্ষে ফেব্রুয়ারিতে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংসের পর থেকেই আলোচনায় ছিলেন। অবশেষে সে পারফরম্যান্সই এনে দিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান।

আরও পড়ুন৫ বল করতে গিয়ে ওয়াইড দিলেন ১২টি, ওভার আর শেষ হলো না৩ ঘণ্টা আগে

টি-টোয়েন্টিতে গত বিশ্বকাপের পর থেকে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কিন্তু সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলায় এক ধাপ পিছিয়ে দুইয়ে নেমে গেছেন হেড। তাঁর জায়গাটা দখল করেছেন সেই আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থ অভিষেকই।

এর আগে এই সংস্করণে ভারতীয়দের মধ্যে শীর্ষে ছিলেন কেবল সূর্যকুমার যাদব ও বিরাট কোহলি। ২০১৪ থেকে ২০১৭—টানা কয়েক বছর শীর্ষস্থান ছিল কোহলির দখলে।
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও কিছু পরিবর্তন এসেছে। ছয় ধাপ এগিয়ে শীর্ষ দশে ঢুকে পড়েছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস, অবস্থান এখন নবম। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান নেমে গেছেন পাঁচ ধাপ পিছিয়ে ৪৩তম স্থানে, জাকের আলী ছয় ধাপ পিছিয়ে এখন ৫৯তম। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেরা খেলোয়াড় ক্যামেরন গ্রিন একলাফে ৬৪ ধাপ এগিয়ে পৌঁছেছেন ২৪ নম্বরে।

ভারতের হয়ে এ পর্যন্ত ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন অভিষেক

সম্পর্কিত নিবন্ধ