শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে শহরের নির্জর কমিউনিটি সেন্টারে এক সভায় জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

সদর উপজেলার ১০১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. হযরত আলীকে। সদস্যসচিব হয়েছেন মো. সাইফুল ইসলাম। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম শহিদুল ইসলাম, মো.

শফিউল আলম (চাঁন), মো. আবদুল হামিদ, এ এস এম রফিকুল আলম (শিপন), মো. ছানুয়ার হোসেন (ছানু), মো. আবদুল মালেক, মো. সাইফুল ইসলাম (শ্যামল) ও মোসাম্মৎ পপি আখতার।

শেরপুর পৌরসভায়ও ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আবদুল মান্নানকে (পিপি) এবং সদস্যসচিব মোহাম্মদ জাফর আলী।

৯ জুলাই জেলা বিএনপির বর্ধিত সভায় শেরপুরের পাঁচ উপজেলা ও চার পৌরসভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নতুন কমিটি ঘোষণার সময় জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘শেরপুরের রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নিজেরা দুর্নীতিমুক্ত থাকব এবং কাউকে দুর্নীতি করতে দেব না। কেউ জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম ব এনপ র সদস য

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের

খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।

মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ