২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
Published: 29th, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি পালনকালে ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
গতকাল সোমবার এসবির এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে। প্রতিবেদনটি পুলিশের সব বিভাগকে পাঠিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে এসবি। এসবির একটি সূত্র প্রথম আলোকে এই প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কর্মসূচি পালনের সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ। এই সময়ে কর্মসূচি পালনকে কেন্দ্র করে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি অনলাইন-অফলাইনে প্রচারণা চালিয়ে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি, ফ্যাসিবাদবিরোধী শক্তির কর্মসূচিতে বাধা প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সরকারি-বেসরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় পুলিশের বিভিন্ন বিভাগকে কয়েকটি নির্দেশনা দিয়েছে এসবি।
নির্দেশনাগুলো হলো ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা। ৮ আগস্ট পর্যন্ত নিয়মিত সন্দেহজনক ব্যক্তিসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন তল্লাশি করা। বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করা। মোবাইল প্যাট্রোল জোরদার করা। গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা।
এ ছাড়া কোনো অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কা থাকলে তা তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার কথাও বলা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৮ আগস ট
এছাড়াও পড়ুন:
মিশিগানের ওয়ালমার্টে ছুরি হামলায় আহত ১১
যুক্তরাষ্ট্রের মিশিগানের ট্রাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে স্থানীয় সময় শনিবার রাতে ছুরিকাঘাতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, ১১ জন আহত হওয়া অবশ্যই মর্মান্তিক, তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ- আরো বেশি ক্ষয়ক্ষতি হয়নি।
আরো পড়ুন:
বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ
বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ও পাকিস্তান: দার
ঘটনার সময় আশপাশে থাকা ক্রেতারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী টিফানি ডেফেল বলেন, আমি ও আমার বোন পার্কিং লটে ছিলাম, হঠাৎ চারপাশে চিৎকার আর বিশৃঙ্খলা। এটা সত্যিই ভীতিকর ছিল। এটা সিনেমার মতো লাগছিল- বাস্তবে এমন কিছু ঘটবে ভাবিনি। ট্রাভার্স সিটিতে এমন ঘটনা কল্পনা করা যায় না।
উত্তর মিশিগানের সবচেয়ে বড় হাসপাতাল মুনসন হেলথকেয়ার সামাজিক যোগাযাগমাধ্যমে জানিয়েছে, ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের মুখপাত্র মেগান ব্রাউন বলেন, আহতদের সবাই ছুরিকাঘাতের শিকার। তিনি আরো জানান, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
কাউন্টির শেরিফ শিয়া বলেন, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ফোল্ডিং-স্টাইল ছুরি উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি মিশিগানেরই বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে অস্বীকৃতি জানান তিনি।
রাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এই নির্মম সহিংসতায় আহতদের প্রতি আমাদের গভীর সহানুভূতি রইল।
ওয়ালমার্ট এক বিবৃতিতে বলেছে, তারা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
বিবৃতিতে বলা হয়, এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আহতদের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।
এফবিআইয়ের উপ-পরিচালক ড্যান বোঙ্গিনো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে বলেছেন, ব্যুরো কর্মকর্তারা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সাড়া দিচ্ছেন।
ট্রাভার্স সিটি মিশিগানের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি চেরি উৎসব, ওয়াইন এবং লেক মিশিগানের তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ডেট্রয়েট থেকে প্রায় ২৫৫ মাইল (৪১০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত ট্র্যাভার্স সিটি।
ঢাকা/ফিরোজ