জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ছন্দে ফিরেছে বাংলাদেশ। আজ শুক্রবার (০১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

টস হেরে আগে বোলিংয়ে নেমে দারুণ নিয়ন্ত্রিত এবং আক্রমণাত্মক বোলিংয়ের প্রদর্শনী উপহার দেয় বাংলাদেশের বোলাররা। জিম্বাবুয়ের ব্যাটারদের একপ্রকার দম ফেলতেই দেয়নি ইকবাল হোসেন ইমন ও তার বোলিং সঙ্গীরা। মাত্র ৮৯ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যা এই পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচে অনেকটাই আত্মসমর্পণের সমান।

ইকবাল হোসেন ইমন ছিলেন বোলিং আক্রমণের মূল ভরসা। মাত্র ৬.

৩ ওভার বল করে ২৭ রানে তুলে নেন ৪ উইকেট। পাশাপাশি স্বাধীন ইসলাম এবং সানজিদ মজুমদার নেন দুটি করে উইকেট। আর বাকি উইকেটগুলো ভাগ করে নেন অন্যরা।

আরো পড়ুন:

১৫ শতাংশ শুল্ক কমানো অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা: আইন উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাণিজ্য উপদেষ্টার প্রশংসা জ্বালানি উপদেষ্টার

অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অবশ্য ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ইনিংসের প্রথম ওভারে গোল্ডেন ডাক মারেন। তবে অন্যপ্রান্তে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ছিলেন দৃঢ়। ৪৯ বলে ৬টি চারের সঙ্গে একটি ছক্কায় গড়া ৪৭ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন অপরাজিত অবস্থায়। তার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রিজান হোসেন, যিনি ২৬ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ইনিংসের মাঝপথে দ্রুতগতির ২০ রানের ক্যামিও খেলে আউট হন কালাম সিদ্দিকি আলিন।

এই জয়ে পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমান ৬ পয়েন্টে পৌঁছায় বাংলাদেশ। যদিও নেট রান রেটে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত অবস্থান দ্বিতীয় স্থানে। তবে ফাইনাল নিশ্চিত করে সিরিজ জয়ের দৌড়ে তারা এখন একেবারে সামনে।

টুর্নামেন্টে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-সবুজের তরুণ ব্রিগেড। ফাইনালের মঞ্চে এখন তাদের একটাই লক্ষ্য, শিরোপা জিতে দেশে ফেরা। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ