Prothomalo:
2025-08-03@03:24:25 GMT

কী আছে এই কোরীয় সিরিজে

Published: 3rd, August 2025 GMT

পুলিশ কর্মকর্তা লি দো (কিম নাম-গিল) এককালে ছিলেন সেনাসদস্য। অতীতে অস্ত্র ব্যবহারের কারণে মনে তাঁর কষ্ট আছে। ফলে পুলিশের চাকরিতে থেকেও তিনি সচরাচর অস্ত্র ব্যবহার করেন না। কিন্তু চোরাচালানের অস্ত্রে সয়লাব দেশ। তাই বাধ্য হয়ে আবার অস্ত্র হাতে তুলে নেন লি দো। এই অস্ত্র পাচারের পেছনে রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারী গোষ্ঠী ‘ইন্টারন্যাশনাল রাইফেল ইউনিয়ন’। সংগঠনটির হয়ে কাজ করেন মুন বেক (কিম ইয়ং-কোয়াং), শৈশবে যিনি অঙ্গ পাচারের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে পাচার হয়েছিলেন। প্রতিশোধ নিতে ফিরেছে তিনি, তাঁর হাত দিয়েই কোরিয়ার রাস্তায় বইছে অস্ত্রের বন্যা। মুখোমুখি হন লি দো আর মুন বেক। এ–ই হলো ১০ পর্বের সিরিজ ‘ট্রিগার’-এর গল্প। ২৫ জুলাই নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই নতুন এ সিরিজে মজেছেন তরুণেরা।

সিরিজটি বানিয়েছেন কেওন ওহ-সেউং। পর্দায় নায়ক-খলনায়ক থাকলেও সিরিজটিতে কেউ পুরোপুরি সাদা বা কালো নন। সবাই ধূসর। কে ভালো আর কে খারাপ, সেটা বিচারের ভার দর্শকের হাতেই তুলে দিয়েছেন নির্মাতা। আপাতদৃষ্টে নায়ক লি দো নিজেও ভালো নন। পরিবারে এক ডাকাতির ঘটনায় যখন আত্মীয় খুন হন, যখন তিনি শিশু। তখনই তিনি অস্ত্র তুলে নিয়ে খুনিকে হত্যা করতে চান। আবার মুন বেক ছোটবেলায় পাচার হন, ফলে তাঁরও প্রতিশোধ নেওয়ার যথেষ্ট কারণ আছে।

‘ট্রিগার’–এর দৃশ্য। ছবি: নেটফ্লিক্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মায়ামির জয় ছাপিয়ে আলোচনায় মেসির চোট

লিগস কাপে ইন্টার মায়ামি বনাম নেকাখসার ম্যাচে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। মেক্সিকোর ক্লাবটির বিপক্ষে মেসি শুরুটাও করেছিলেন দারুণ। খেলা শুরুর ৭ মিনিটের মাথায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণেও যান আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ড্রিবল করে প্রতিপক্ষের বক্সে ঢুকতে গিয়েই বাঁধে বিপত্তি। প্রতিপক্ষ বক্সের কাছাকাছি যাওয়ার পর মেসিকে ঠেকানোর জন্য এগিয়ে আসেন নেকাখসার দুই খেলোয়াড় রাউল সানচেজ এবং আলেক্সিস পেনা।

এ দুজনের ট্যাকলেই বক্সের ভেতর হুমড়ি খেয়ে পড়ে যান মেসি। এই পড়ে যাওয়াটাই শেষ পর্যন্ত বিপদ ডেকে এনেছে। উঠে দাঁড়িয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পারেননি। এ সময় মেসির মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তাঁর চোটে পড়ার কথা। চোট নিয়েই শেষ পর্যন্ত ১১ মিনিটে মাঠ ছেড়ে যান মেসি। তাঁর বদলে মাঠে নামেন ফেদেরিকো রেদোনদো।

ম্যাচ শেষে মেসির চোট নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেছেন, ‘আগামীকাল পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। হয়তো এটা গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই। কিন্তু সে অস্বস্তি বোধ করছে।’

আরও পড়ুনমেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস৩০ জুলাই ২০২৫

মেসির চোটে পড়ার ম্যাচে ইন্টার মায়ামি অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৫-৪ গোলে বাজিমাত করেছে মায়ামিই।

চোট নিয়ে মাঠ ছাড়ছেন মেসি

সম্পর্কিত নিবন্ধ