ইতিহাস গড়ার খুব কাছে ইংল্যান্ড, দরকার আর ৫৭ রান
Published: 3rd, August 2025 GMT
কয় রাত নির্ঘুম কাটাবেন মোহাম্মদ সিরাজ কে জানে!
হ্যারি ব্রুকের তোলা ক্যাচটি কী দারুণভাবেই না হাতে জমিয়েছিলেন ভারতীয় পেসার। তবে বিশ্বাসঘাতকতা করল সিরাজের পা। ভারসাম্য হারিয়ে ছুঁয়ে ফেলল সীমানা রেখা। ১৯ রানে ফিরে যেতে যেতে ছক্কা উপহার পেয়ে গেলেন ব্রুক।
ভারত সুযোগ হারাল চতুর্থ উইকেট নেওয়ার। আর পড়ে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি পেয়ে গেলেন ব্রুক। আর ইংল্যান্ডও ম্যাচ ও সিরিজ জয়টাকে প্রায় হাতের মুঠোয় তুলে নিয়েছে। ৩৭৪ রানের লক্ষ্য ছুঁয়ে ইংল্যান্ড জিতে গেলে ইতিহাসের প্রথম দল হিসেবে এক সিরিজে দুবার ৩০০ পেরিয়ে জয়ের কীর্তি গড়বে। ৬ উইকেট হাতে থাকা ইংল্যান্ড জয় থেকে ৫৭ রান দূরে। ইংলিশরা চা বিরতিতে গেছে ৪ উইকেটে ৩১৭ রান তুলে।
ওভালে সিরিজ-নির্ধারণী শেষ টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশন যখন শেষ হলো ব্রুক অবশ্য ক্রিজে ছিলেন না। সেই সিরাজের হাতেই ক্যাচ দিয়েই ফিরেছেন আকাশ দীপের বলে। সিরাজ ভারসাম্য হারানোয় জীবন পেয়ে ৯২ রান যোগ করার পর নিজেই ভারসাম্য হারালেন ব্রুক। ব্যাট ছুটে গেল হাত থেকে। বল উঠে গেল মিড অফের দিকে। এবার আর ভুল করেননি সিরাজ। দলকে ৩০১ রানে রেখে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্রুক ফিরলেন ৯৮ বলে ১১১ রান করে।
ব্রুক যখন ফিরলেন জয় থেকে ৭৩ রান দূরে ছিল ইংল্যান্ড। এরপর উইকেটে এসে জো রুটের সঙ্গী হয়েছেন জ্যাকব বেথেল। ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরির সুবাস মেখে রুট চা বিরতিতে গেছেন ৯৮ রান নিয়ে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে সাড়ে ৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলার অনুমোদন
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের তথ্য অনুযায়ী, সরকারি উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে ভুয়া টেন্ডার ও জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন—এমন অভিযোগে জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও গোলাম কিবরিয়া পরস্পরের যোগসাজশে নিজেদের পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুত করেন। এই প্রক্রিয়ায় গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন ও রাজস্ব খাত থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।