পাকিস্তান ও বাংলাদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিক নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে ফিরোজায় যান বাংলাদেশে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় ৪৫ মিনিট কথা হয় তাদের।

আরো পড়ুন:

মদন বিএনপির কমিটিতে সরকারি স্কুলের শিক্ষক

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নিশাদ বহিষ্কার

বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা.

জাহিদ হোসেন বলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ফিরোজায় এসেছেন। এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পক্ষ থেকে ইসহাহাক দার বেগম জিয়াকে শুভেচ্ছা জানান।”

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া যেহেতু দীর্ঘদিন ধরে অসুস্থ সেজন্য ওনারা স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন। শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। দেশের রাজনীতি নিয়ে কথা বলেননি। কথা বলার মাঝে দুই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। দুই দেশের রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। তবে সার্কের বিষয়ে কথা হয়েছে। সার্ক প্রতিষ্ঠাকালীন বিভিন্ন স্মৃতিচারণ নিয়ে আলোচনা হয়েছে।শহীদ প্রেসিডেন্টের সঙ্গে সার্কের ঘোষণা ও পাকিস্তান সফর নিয়ে কুশল বিনিময় করেছেন।”

তিনি বলেন, “দুই দেশের মানুষের সাথে আরো সম্পর্ক স্বাভাবিক করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে সবাইকে একত্রে কাজ করতে পারে।”

নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “পাকিস্তান আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ নির্বাচনের দিকে যাচ্ছে সেটার মধ্য সেটার নেতৃত্ব তারেক রহমান দিবেন এমন কথা হয়েছে। বাংলাদেশ যাতে আগামী দিনে সুন্দর রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছেন।”

সার্ককে গতিশীল করার বিষয়ে তিনি বলেন, “সার্ককে গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল যথাযথ ভূমিকা পালন করবে।”

এর আগে রবিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও ঢাকায় দেশটির হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ঢাকা/রায়হান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ পরর ষ ট রমন ত র কম ট র সদস য ড ব গম খ ল দ ইসহ ক দ র র র জন

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ