সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ জনি (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জনির সহযোগী হেলাল (৩০) পালিয়ে যায়। গ্রেপ্তার জনি ওয়াবদা কলোনি এলাকার আয়নাল হোসেনের ছেলে এবং পলাতক হেলাল একই এলাকার দাইমুদ্দিনের ছেলে।  

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ওয়ালি উল্লাহ জানান, রাতের স্পেশাল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক কারবারিরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থান করছে। সেখানে পৌঁছে তাদের গতিরোধ করলে জনিকে আটক করতে সক্ষম হই, তবে হেলাল কৌশলে পালিয়ে যায়। 

জনির দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়া সাদা কাগজে মোড়ানো ছিল। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ