বন্দরের শীর্ষ সন্ত্রাসী মেরাজ হত্যার আসামি পিংকি গ্রেপ্তার
Published: 29th, August 2025 GMT
বন্দরের শীর্ষ সন্ত্রাসী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ একাধিক হত্যা মামলার আসামি শাখাওয়াত হোসেন পিংকি (৪২) কে মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাখাওয়াত হোসেন পিংকি বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৯আগষ্ট) দুপুরে তাকে বন্দর থানার দায়েরকৃত ৭(৪)২৩ নং মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বন্দর থানার ছালেহ নগরস্থ নিজ বাড়ি থেকে তাকে মেরাজ হত্যা মামলার ওয়ারেন্ট মুলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এব্যাপারে ওসি লিয়াকত আলী জানায়,বন্দরে রুপালী এলাকায় মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টে শাখাওয়াত হোসেন পিংকি নামেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, দুর্র্ধষ সন্ত্রাসী শাখাওয়াত হোসেন পিংকির বিরুদ্ধে বিরুদ্ধে বন্দর থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে পিংকি আরেক সন্ত্রাসী খান মাসুদের হয়ে কাজ করেছিলেন।
সেই সময় খান মাসুদ তাকে শেলডার দিয়ে রেখেছিলেন। আর খান মাসুদের ছত্রছায়ায় থেকে পিংকি একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায় । আর ৫ই আগস্টের পরে বিএনপি'র কিছু কথিত নেতাদের ছত্রছায়ায় থেকে নিজেকে আরও দুর্র্ধষ হিসেবে গড়ে তুলতে থাকে
। তার বিরুদ্ধে একাধিক মামলা ওয়ারেন্ট থাকলেও পুলিশও তাকে গ্রেফতার করতে পারেনি। কারণ কথিত কিছু নেতাই তাকে সেই সময়ে শেলডার দিয়েছিল।
এদিকে শীর্ষ সন্ত্রাসী পিংকি গ্রেপ্তার হওয়ায় বন্দর এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছিলেন তার ভয়ে এলাকার মানুষ অনেক সময় আতঙ্কে থাকতো সবসময়। কারণ তার কোন অন্যায়ের কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারেনি।
পিংকি ও তার বাহিনীর কারণে মানুষের উপর জুলুম নির্যাতন চলতো। আর সেই সুযোগে তিনি মাদক, সন্ত্রাস , চাঁদাবাজিসহ এলাকার তাসের রাজত্ব তৈরি করেছিল। এ সকল পিংকি সহ সকল সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবী জানিয়েছেন তারা।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য সন ত র স ন র য়ণগঞ জ ম র জ হত য ষ সন ত র স এল ক র ত র কর
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫