বন্দরের শীর্ষ সন্ত্রাসী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ একাধিক হত্যা মামলার আসামি শাখাওয়াত হোসেন পিংকি (৪২) কে  মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করেছে পুলিশ।  ধৃত শাখাওয়াত হোসেন পিংকি বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। 

গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৯আগষ্ট) দুপুরে তাকে বন্দর থানার দায়েরকৃত ৭(৪)২৩ নং মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট)  সন্ধ্যায় বন্দর থানার  ছালেহ নগরস্থ নিজ বাড়ি থেকে তাকে মেরাজ হত্যা মামলার ওয়ারেন্ট মুলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এব্যাপারে ওসি লিয়াকত আলী জানায়,বন্দরে রুপালী এলাকায় মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টে শাখাওয়াত হোসেন পিংকি নামেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জানাগেছে, দুর্র্ধষ সন্ত্রাসী শাখাওয়াত হোসেন পিংকির বিরুদ্ধে বিরুদ্ধে বন্দর থানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে পিংকি আরেক সন্ত্রাসী খান মাসুদের হয়ে কাজ করেছিলেন।

সেই সময় খান মাসুদ তাকে শেলডার দিয়ে রেখেছিলেন। আর খান মাসুদের ছত্রছায়ায় থেকে পিংকি একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায় । আর ৫ই আগস্টের পরে বিএনপি'র কিছু কথিত নেতাদের ছত্রছায়ায় থেকে নিজেকে আরও দুর্র্ধষ হিসেবে গড়ে তুলতে থাকে

। তার বিরুদ্ধে একাধিক মামলা ওয়ারেন্ট থাকলেও পুলিশও তাকে গ্রেফতার করতে পারেনি। কারণ কথিত কিছু নেতাই তাকে সেই সময়ে শেলডার দিয়েছিল। 

এদিকে শীর্ষ সন্ত্রাসী পিংকি গ্রেপ্তার হওয়ায় বন্দর এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছিলেন তার ভয়ে এলাকার মানুষ অনেক সময় আতঙ্কে থাকতো সবসময়। কারণ তার কোন অন্যায়ের কেউ মুখ খুলে প্রতিবাদ করতে পারেনি।

পিংকি ও তার বাহিনীর কারণে মানুষের উপর জুলুম নির্যাতন চলতো। আর সেই সুযোগে তিনি মাদক, সন্ত্রাস , চাঁদাবাজিসহ এলাকার তাসের রাজত্ব তৈরি করেছিল। এ সকল পিংকি সহ সকল সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবী জানিয়েছেন তারা।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য সন ত র স ন র য়ণগঞ জ ম র জ হত য ষ সন ত র স এল ক র ত র কর

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।

এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ