ভারতীয় ক্রিকেট দলকে এবারের এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে দেখা যেতে পারে। কারণ, গত মাসে অনলাইন গেমিং কোম্পানি ‘ড্রিম-১১’ হঠাৎ করেই বিসিসিআইয়ের সঙ্গে থাকা তাদের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।

ড্রিম-১১ সরে যাওয়ার পর ২ সেপ্টেম্বর বিসিসিআই নতুন টিম স্পনসর খুঁজতে আগ্রহপত্র আহ্বান করে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এ আগ্রহপত্র কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। তবে সমস্যাটা হলো, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৮ তারিখে। ফলে টুর্নামেন্ট শুরুর সময়ের মধ্যেই নতুন স্পনসর পাওয়া অনেকটাই অনিশ্চিত।

আরো পড়ুন:

এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন টেলর ও উইলিয়ামস

ভারত সরকার সম্প্রতি ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ করেছে। যেখানে রিয়েল-মানি গেমিংকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু ড্রিম-১১ মূলত এই ব্যবসার উপর নির্ভরশীল, তাই তারা চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাদের সঙ্গে বিসিসিআইয়ের ২০২৬ পর্যন্ত ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৮ কোটি রুপি) মূল্যের চুক্তি ছিল।

এটাই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে মোবাইল ব্র্যান্ড অপো তিন বছর আগেই চুক্তি ভেঙে দেয়। তখন তাদের জায়গায় আসে বাইজুস। পরে ২০২৩ সালে তিন বছরের জন্য স্পনসরশিপ নেয় ড্রিম-১১।

নতুন স্পনসর নির্বাচনের বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে— মদ, জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত দ্রব্য কিংবা এমন কোনো প্রতিষ্ঠান যারা সমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে, তাদের আবেদন গ্রহণ করা হবে না।

ভারতীয় দল ৪ সেপ্টেম্বর রওনা হবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। গ্রুপ-এ তে তাদের সঙ্গে রয়েছে ওমান, পাকিস্তান ও স্বাগতিক ইউএই। গ্রুপ-বি তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। আর সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

ভারতের এশিয়া কাপ সূচি:
১০ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে আরব আমিরাতের,
১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে খেলবে পাকিস্তানের বিপক্ষে,
১৯ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে ওমানের সঙ্গে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর ড র ম ১১ স পনসর

এছাড়াও পড়ুন:

ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর

অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শিগিশিরই নতুন স্পনসর পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। এই সময়ে ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে। বোর্ড শিগগিরই প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ার্সের নাম ঘোষণা করবে।

ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে টাকার অঙ্কে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।

অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর