এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলবে ভারত
Published: 2nd, September 2025 GMT
ভারতীয় ক্রিকেট দলকে এবারের এশিয়া কাপে স্পনসর ছাড়াই খেলতে দেখা যেতে পারে। কারণ, গত মাসে অনলাইন গেমিং কোম্পানি ‘ড্রিম-১১’ হঠাৎ করেই বিসিসিআইয়ের সঙ্গে থাকা তাদের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।
ড্রিম-১১ সরে যাওয়ার পর ২ সেপ্টেম্বর বিসিসিআই নতুন টিম স্পনসর খুঁজতে আগ্রহপত্র আহ্বান করে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানগুলো এ আগ্রহপত্র কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। তবে সমস্যাটা হলো, এশিয়া কাপ শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, আর ফাইনাল ২৮ তারিখে। ফলে টুর্নামেন্ট শুরুর সময়ের মধ্যেই নতুন স্পনসর পাওয়া অনেকটাই অনিশ্চিত।
আরো পড়ুন:
এশিয়া কাপের প্রস্তুতি কতটা আদর্শ হচ্ছে বাংলাদেশের?
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন টেলর ও উইলিয়ামস
ভারত সরকার সম্প্রতি ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ পাশ করেছে। যেখানে রিয়েল-মানি গেমিংকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু ড্রিম-১১ মূলত এই ব্যবসার উপর নির্ভরশীল, তাই তারা চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তাদের সঙ্গে বিসিসিআইয়ের ২০২৬ পর্যন্ত ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৮ কোটি রুপি) মূল্যের চুক্তি ছিল।
এটাই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে মোবাইল ব্র্যান্ড অপো তিন বছর আগেই চুক্তি ভেঙে দেয়। তখন তাদের জায়গায় আসে বাইজুস। পরে ২০২৩ সালে তিন বছরের জন্য স্পনসরশিপ নেয় ড্রিম-১১।
নতুন স্পনসর নির্বাচনের বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট জানিয়েছে— মদ, জুয়া, বেটিং, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত দ্রব্য কিংবা এমন কোনো প্রতিষ্ঠান যারা সমাজের নৈতিকতাকে আঘাত করতে পারে, তাদের আবেদন গ্রহণ করা হবে না।
ভারতীয় দল ৪ সেপ্টেম্বর রওনা হবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। গ্রুপ-এ তে তাদের সঙ্গে রয়েছে ওমান, পাকিস্তান ও স্বাগতিক ইউএই। গ্রুপ-বি তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। আর সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল, যা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
ভারতের এশিয়া কাপ সূচি:
১০ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে আরব আমিরাতের,
১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে খেলবে পাকিস্তানের বিপক্ষে,
১৯ সেপ্টেম্বর আবুধাবিতে খেলবে ওমানের সঙ্গে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প ট ম বর ড র ম ১১ স পনসর
এছাড়াও পড়ুন:
গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় ‘রাইজ অ্যাবাভ অল’
ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম ‘রাইজ অ্যাবাভ অল’-এর নবম আসর। দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হয়েছিলেন।
২০২৫ সালের সংস্করণটি ছিল আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত। এ বছর ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম ‘সুখী’ টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল সহযোগী স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশ নিয়েছে।
অনুষ্ঠানে গ্রামীণ হেলথটেক লিমিটেডের সিইও ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেছেন, “এই আয়োজন কেবল একটি মঞ্চ নয়, এটি স্বপ্ন দেখার সাহস আর সীমানা ভেঙে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনুপ্রেরণার গল্প। আমাদের স্বপ্ন বাংলাদেশের প্রতিটি পরিবারের নাগালের মধ্যে ডাক্তার, ডায়াগনস্টিক, ওষুধ পৌঁছে দেওয়া। সেই স্বপ্ন পূরণের শক্তি আপনারা, যারা উদ্ভাবন করেন, বদল আনেন আর নতুন সম্ভাবনা গড়ে তোলেন। আপনি প্রযুক্তি, ব্যবসা বা চিকিৎসা যে ক্ষেত্রেরই শিক্ষার্থী হন না কেন, আপনার দক্ষতা লক্ষ লক্ষ মানুষকে নিরাময়, উন্নতি ও ক্ষমতায়নে সাহায্য করতে পারে। স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ কেবল হাসপাতালেই গড়ে উঠবে না, এটি গড়ে উঠবে শ্রেণিকক্ষে, স্টার্টআপে, ল্যাবে এবং কমিউনিটির মধ্যে আপনাদের মাধ্যমেই।”
ইভেন্টে অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস জুগিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে সফল এবং অসাধারণ কিছু ব্যক্তিত্ব, যা তরুণদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে, যেখানে পুশআপ চ্যালেঞ্জের প্রাইমারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সেরা ১৭ জন ফাইনাল রাউন্ডে অংশ নেয় এবং সেখান থেকে বিজয়ী জিতে নেন ‘সুখী’র সৌজন্যে একটি ব্র্যান্ড নিউ আইফোন ১৭ প্রো।
বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন—সৈয়দ মাহবুবুর রহমান, আলী রেজা ইফতেখার, রুবাবা দৌলা, মোহাম্মদ মামদুদুর রশীদ, নাসিমুল বাতেন, নাসের এজাজ বিজয়, রেজওয়ানুল হক, তানজীন আলম, রুবানা হক, ওয়াহিদা শারমিন, সানজিদা জান্নাত (বক্সার), শুভাশিস ভৌমিকসহ অনেকে। মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ এবং তাসনিয়া ফারিন। সন্ধ্যায় নেমেসিস ব্যান্ডের লাইভ পারফরমেন্সের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পর্দা নামে।
ঢাকা/রফিক