একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন টাঙ্গাইলের বিথী
Published: 5th, September 2025 GMT
টাঙ্গাইলের মির্জাপুরে একসঙ্গে তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২১)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হওয়ার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার চার সন্তানের জন্ম হয়। নির্ধারিত সময়ের আগে জন্ম হওয়ায় প্রতিটি নবজাতকের ওজন মাত্র এক কেজির মতো।
বিথী আক্তার কালিহাতি উপজেলার কোকডহরা ইউনিয়নের বল্লাবাড্ডা গ্রামের লিয়াকত আলীর ছেলে সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে নাজমুল ইসলামের সঙ্গে বিয়ে হয় টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের আদাজান গ্রামের বাদল মিয়ার মেয়ে বিথীর। বিয়ের তিন বছর পর তিনি গর্ভধারণ করেন। বৃহস্পতিবার সকালে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি বাচ্চা প্রসব করেন।
এ ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে, নবজাতকগুলোর ওজন তুলনামূলক কম হওয়ায় তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
বিথীর বাবা বাদল মিয়া বলেছেন, আমার মেয়ে সন্তানসম্ভবা, এটা জানতে পেরে উভয় পরিবারই তার প্রতি আরো বেশি যত্নবান হই। কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারি, তিনটি বাচ্চা হবে। বিথীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আমরা মেয়েকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করি। পরে ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে চারটি বাচ্চা প্রসব করান। আমরা চারটি বাচ্চার কথা শুনে খুবই অবাক হই। তবে, আমরা খুবই আনন্দিত।
বিথী আক্তার ও তার চার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বাদল মিয়া।
কুমুদিনী হাসপাতালের চিকিৎসক সুমা জানিয়েছেন, বাচ্চাগুলোর ওজন কম হওয়ায় তাদেরকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বাচ্চার মা মানসিকভাবে অসুস্থ। তাকেও আমরা গুরুত্বসহকারে চিকিৎসা দিচ্ছি।
ঢাকা/কাওছার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়
ছবি: প্রথম আলো