ডাকসুতে বিজয়ী নারীদের ‘গৃহ দাসী’ বললেন ঢাবি শিক্ষার্থী
Published: 11th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে বিজয়ী নারীদের ‘হাউজ স্লেভ’ (গৃহ দাসী) হিসেবে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী।
তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী রাকিবুল মবিন। তিনি বর্তমানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টে (বিআইজিডি) রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত আছেন।
আরো পড়ুন:
রাবির আবাসিক হলের ৯১ ছাত্রীকে ‘যৌনকর্মী’ বললেন ছাত্রদল নেতা
‘শাড়ি পরে এলে ফুলমার্ক পাবে’, খুবির সেই শিক্ষকের আরেক কাণ্ড
বুধবার (১০ সেপ্টেম্বর) ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে চার নারী প্রার্থীর জয়লাভ করার পর তাদের একটি সম্মিলিত ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এমন কটু কথা সম্বলিত একটি স্ট্যাটাস দেন।
এরপর থেকেই ওই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠতে থাকে এবং নানা সমালোচনা আসতে থাকে শিক্ষার্থীদের কাছ থেকে।
ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য (হাউজ স্লেইভ) করে পার পাওয়ার সুযোগ নেই।”
তিনি আরো লেখেন, “তবে আমরা অপরাধের রাজনীতিকরণ করব না। অপরাধীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করাই ইনসাফ। যে বা যারা আমাদের বোনদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার/তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অভিযোগ জানাচ্ছি।”
ডাকসুর কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মিফতাহুল হোসেন আল মারুফ অভিযুক্ত রাকিবুল মোবিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিআইজিডি বরাবর অফিশিয়াল ই-মেইল করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, “ঢাবি’র প্রক্টর স্যার বরাবরও অভিযোগ দেওয়া হয়েছে। ডাকসুর নব নির্বাচিত আইন ও মানবাধিকার সম্পাদক মো.
ঢাবির অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা ওই বক্তব্যের প্রতিবাদে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রত্যাশা করি, ওই ব্যক্তি তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন। অন্যথায়, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের মানহানি রোধে রাষ্ট্রের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানাব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত