সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া থেকে গৃহকর্মী হেলেনা নিখোঁজ, থানায় জিডি
Published: 11th, September 2025 GMT
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ড নতুন আইলপাড়া এলাকা থেকে হেলেনা আক্তার (১৫) নামে এক গৃহকর্মী নিখোঁজ হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে নতুন আইলপাড়া জ্ঞানের আলো স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।
তার (হেলেন আক্তার) নিখোঁজ হওয়ার তথ্য জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহকর্তা মোঃ কামরুল হাছান। জিডি নং- ৬২৯।
জিডির বিবরণে কামরুল হাছান বলেন, হেলানা আক্তার আমার বাসায় গত তিন বছর যাবৎ গৃহকর্মী কাজ করে আসছে। আমার ভাগ্নীকে প্রতিদিন বাসার পাশেই জ্ঞানের আলো স্কুলে আনা নেওয়ার কাজ করতো।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল ৯ টায় ভাগ্নীকে বাসা থেকে স্কুলে নেওয়ার পর থেকে হেলেনা নিখোঁজ হয়ে যায় অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি, পরবর্তীতে বাসায় খুঁজাখুঁজির পর জানতে পারি ঘরে রাখা ৫ ভরি স্বর্ণ এবং ৩ লাখ টাকা পাওয়া যাচ্ছে না তখন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করি।
নিখোঁজ হেলেনা আক্তার নতুন আইলপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের পাশে বসবাস করতো তার (হেলেনা আক্তার) গায়ের রং শ্যামলা, চোখের রং কালো, উচ্চতা পাঁচ ফুট, হ্যাংলা পাতলা, তার পরনে কালো বোরকা ও কালো হিজাব পড়া ছিলো। কেউ তার সন্ধান পেলে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম জানান, প্রাথমিক ভাবে একটা জিডি পেয়েছি, মেয়েটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন গ হকর
এছাড়াও পড়ুন:
তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন। শনিবার দুপুরে তিন ঘণ্টার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া মাদ্রাসা মাঠে স্ত্রীর জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।
মতিউর রহমান নারায়ণগঞ্জের আওয়ামী লীগ-দলীয় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তাঁর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ ২৪টি মামলা আছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিউর রহমানের স্ত্রী রোকেয়া রহমান (৪৮) গতকাল শুক্রবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। স্ত্রীর মৃত্যুতে শেষবারের মতো দেখার সুযোগ দিতে মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তিন ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করেন।
আজ দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে মতিউর রহমান পুলিশ প্রহরায় আইলপাড়ার নিজ বাড়িতে যান। বাড়িতে প্রবেশের পর তিনি কান্নায় ভেঙে পড়েন। পরে স্ত্রীর জানাজা ও দাফন শেষে তাঁকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান প্রথম আলোকে বলেন, তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছিলেন মতিউর রহমান। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।