‘নভেম্বরে সম্পূরক বৃত্তির আশ্বাস দিয়েছেন ইউজিসি চেয়ারম্যান’
Published: 16th, September 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আগামী নভেম্বর মাসের মধ্যেই সম্পূরক বৃত্তি পাবেন বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এসএমএ ফায়েজ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জবি শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইউজিসি চেয়ারম্যান এ আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
আরো পড়ুন:
ডিসেম্বর মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস জবি উপাচার্যের
জকসুর রোডম্যাপসহ ৩ দাবিতে অনশনে জবি শিক্ষার্থীরা
রিয়াজুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের আবাসন বৃত্তির বাজেট দুই খাত থেকে আসবে। একটি অংশ অর্থ মন্ত্রণালয় থেকে এবং আরেকটি অংশ ইউজিসির বরাদ্দ থেকে। অক্টোবরের মধ্যে ইউজিসি থেকে অর্থ ছাড় হলে তা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।”
তিনি বলেন, “নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য হিট প্রকল্প থেকেও নভেম্বরের মধ্যে অতিরিক্ত বরাদ্দ আসবে।”
ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালা ইউজিসিতে পাঠায়। তবে নীতিমালায় দুটি ভুল থাকায় তা সংশোধনের জন্য পুনরায় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় যদি বৃহস্পতিবারের মধ্যে সংশোধিত নীতিমালা ইউজিসিতে পাঠায়, তাহলে রবিবারই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।”
এর আগে, গত ২৭ আগস্ট বিশেষ সিন্ডিকেট সভায় জকসু নির্বাচনের নীতিমালা প্রস্তাব অনুমোদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে তা ৩১ আগস্ট ইউজিসিতে পাঠানো হয় চূড়ান্ত অনুমোদনের জন্য।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।