মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের ছবি প্রজেক্টর দিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদের দেয়ালে প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। ব্রিটেনে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকে ঘিরে ওই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর রয়টার্সের।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, উইন্ডসোর ক্যাসলে অনুমোদনবিহীন প্রদর্শনীর পর ‘ক্ষতিকর যোগাযোগের’ সন্দেহে চারজন প্রাপ্তবয়স্ককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছান ট্রাম্প। তার পৌঁছানোর আগেই ট্রাম্প ও এপস্টেইনের ছবিসম্বলিত বিশাল ব্যানার নিয়ে উইন্ডসর ক্যাসলের কাছে জড়ো হন আন্দোলনকারীরা। এসময় তারা দুর্গের দেয়ালে প্রজেক্টর দিয়ে কিছু ছবিও প্রদর্শন করেন।

ব্রিটেনের মাইল পঁচিশেক পশ্চিমে অবস্থিত এই উইন্ডসর ক্যাসলে বুধবার (১৭ সেপ্টেম্বর)  ট্রাম্পকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন রাজা চার্লস।

ব্রিটেনে পৌঁছানোর আগে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, “যুক্তরাজ্যের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আর রাজা চার্লস আমার ভালো বন্ধু। ইতিহাসে প্রথমবার কেউ দু’বার এমন সম্মান পেল। এটি আমার জন্য বিশাল সম্মান।” 

বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। আগামীকাল বৃহস্পতিবার চেকার্সে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের আতিথ্য পাবেন তিনি।

এদিকে, দুর্গের দেয়ালে একটি চিঠির ছবিও দেখানো হয়। প্রায় ২০ বছর আগে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জেফ্রি এপস্টেইনকে এই চিঠি ট্রাম্প লিখেছিলেন বলে জোর প্রচারণা রয়েছে। গত ৮ সেপ্টেম্বর ওই চিঠি জনসম্মুখে প্রকাশ করে হাউজ অব রিপ্রেজেনটেটিভসের ডেমোক্র্যাট সদস্যরা। তবে এই দাবি অস্বীকার করে এসেছে হোয়াইট হাউজ।

ওই চিঠি জনসম্মুখে প্রকাশের পর এপস্টেইন ইস্যু নিয়ে আরও অস্বস্তিতে পড়েছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার আগে তার সঙ্গে এপস্টেইনের বন্ধুত্ব ছিল বলে জানা যায়। তবে ২০১৯ সালে কারাগারে এপস্টেইনের মৃত্যুর বহু আগে তাদের সম্পর্ক ভেঙে যায়।

ট্রাম্প এই বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইলেও এপস্টেইনের ঘটনা এবং তার সঙ্গে জড়িত সম্ভাব্য ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম নিয়ে মার্কিনিদের আগ্রহের শেষ নেই।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।

খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ