ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে ক্ষোভ, ওটিটি নিয়ে পূর্ণিমার আক্ষেপ
Published: 20th, September 2025 GMT
ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ দিলারা হানিফ পূর্ণিমা। লম্বা বিরতির পর্দার আড়ালে থাকলেও তিনি এখনও আলোচনায়। এবার সরাসরি মুখ খুললেন কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও ওটিটি প্ল্যাটফর্মের সিন্ডিকেট প্রসঙ্গে।
পূর্ণিমা স্পষ্ট ভাষায় বললেন, “অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।”
অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, “ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি।”
ওটিটি প্ল্যাটফর্মে কাজের আগ্রহ আছে তার। তবে সেখানে বড় বাধা হিসেবে দেখছেন সিন্ডিকেটকে। পূর্ণিমা জানান, “ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।”
তবু আশাবাদী পূর্ণিমা। তার বিশ্বাস, প্রাপ্য সম্মান ও যোগ্য গল্প পেলে তিনি আবার অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পাবেন। পূর্ণিমা জানিয়েছেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো কাজ তার ভালো লেগেছে। তার ভাষায়, “এ ধরনের গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতাম।”
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বিদেশি অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১
রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ সময় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রবিন মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করে পূর্বাচল আর্মি ক্যাম্পের আভিযানিক দল।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি চৌকস দল রবিবার (২ নভেম্বর) গভীর রাতে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, একটি ডামি পিস্তল, দুই রাউন্ড গুলি, দেশীয় ধারালো অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য যার মধ্যে রয়েছে হেরোইন ২২২ গ্রাম, ইয়াবা ১৫৩ পিস ও গাঁজা ৫০০ গ্রাম।
অভিযান শেষে সোমবার (৩ নভেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। রূপগঞ্জে পরিচালিত এ অভিযানে একটি বড় অস্ত্র ও মাদক চক্রের সদস্যকে আটক করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আরও জানান, আটক রবিন মিয়ার বিরুদ্ধে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে। আমাদের কাছে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই আসল পরিচয়। সন্ত্রাসী মানে সন্ত্রাসী এটাই মূল বিষয়,” বলেন তিনি।
এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর হাতে আটক রবিন মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।