আজও নেই লিটন, নুরুল কি খেলবেন
Published: 25th, September 2025 GMT
লিটন দাসের অনুপস্থিতিতে গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন জাকের আলী। আজ পাকিস্তানের বিপক্ষেও সে দায়িত্ব নিয়েই মাঠে নামতে হবে তাঁকে। কারণ চোট কাটিয়ে না ওঠায় এ ম্যাচেও খেলছেন না লিটন। তবে দুবাইয়ে আজ খেলার সম্ভাবনা আছে নুরুল হাসানের।
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন না নুরুল হাসান। তাঁকে না খেলানোয় নানারকম সমালোচনাও হচ্ছে টিম ম্যানেজমেন্টের। তবে বাস্তবতা হলো নুরুল গত দুই ম্যাচে খেলেননি ডান হাতের চোটের কারণে। হাতে প্রচণ্ড ব্যথাও নাকি অনুভব করছিলেন তিনি। সূত্র জানিয়েছে, চিকিৎসা নিয়ে এখন কিছুটা ভালো বোধ করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচের আগে অবস্থার আর অবনতি না হলে নুরুলের আজ পাকিস্তানের বিপক্ষে খেলার কথা।
তবে নিয়মিত অধিনায়ক লিটন দাস যে খেলছেন না, সেটি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। এর আগে গতকাল ভারতের বিপক্ষে ম্যাচ শেষে জাকের আলী দুবাইয়ে সাংবাদিকদের বলেছিলেন, ‘উনি (লিটন) পুনর্বাসনে আছেন। আমরা (পাকিস্তান) ম্যাচ শুরুর আগপর্যন্ত অপেক্ষা করব।’
ভারত ম্যাচের দুই দিন আগে ব্যাটিং অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। এরপর আর অনুশীলন করেননি তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান