কদমরসুল সেতু দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া
Published: 26th, September 2025 GMT
নারাায়ণগঞ্জের বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন শীতলক্ষ্যা নদীতে নির্মাণাধীন "কদমরসুল সেতু" দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেছে কদমরসুল সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলন। শুক্রবার বাদ জুম্মার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
কদমরসুল সেতু বাস্তবায়ন নাগরিক আন্দোলনের সমন্বয়ক এডভোকেট শরীফুল ইসলাম শিপলু জানান, নির্মাণাধীন "কদমরসুল সেতু" এর কাজ বাধাগ্রস্ত করতে রেলওয়ের ও ফুটপাতের অবৈধ দখলদার থেকে লাভবান হয়ে একটি মহল অপকৌশলে লিপ্ত।
সকল বাধা কাটিয়ে নির্মাণ কাজ ত্বরান্বিত করা সহ ষড়যন্ত্রকারীদের হেদায়েতের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়ার আবেদন করা হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পরে বন্দরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব ভ ন ন মসজ দ কদমরস ল স ত
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে