বইছে ভোটের হাওয়া। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন চলছে। জাতীয় সংসদ নির্বাচনও আসন্ন। তবে, ভোটের উত্তাপের মধ্যে থেমে নেই প্রেম-ভালোবাসা। এই নির্বাচনি আমেজে নতুন মাত্রা যুক্ত করতে আসছে উদীয়মান কণ্ঠশিল্পী মামুন মন্ডলের চমৎকার ও ব্যতিক্রমী মিউজিক ভিডিও ‘আমার প্রথম ভোট’। 

কবি ও সাংবাদিক রফিক মুয়াজ্জিনের কথায় সুরারোপ করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর শিবলু মাহমুদ। 

আরো পড়ুন:

১৪টি ভাষার পাঠ্যপুস্তকে গায়ক জুবিনের জীবনী

‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’

ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্যধারনের কাজ হয়েছে। কোরিওগ্রাফি ও ভিডিও পরিচালনা করেছেন মডেল ডি এইচ কবির খান। নৃত্য পরিবেশন করেছেন ডি এইচ টিম।  

প্রযোজনা করেছেন এফ কে বাবু। মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে এফকে মিউজিক ভিডিও স্টেশনের ইউটিউব চ্যানেলে।  

এ গান সম্পর্কে কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেছেন, “আমার প্রথম ভোট’ ব্যতিক্রম ধরনের গান। আশা করছি, এটি দর্শক-শ্রোতাদের মনে স্থান করে নেবে।”  

এফকে মিউজিক ভিডিও স্টেশনের কর্ণধার এফকে বাবু বলেন, “গানটির কথাগুলো হৃদয়গ্রাহী। মামুন মন্ডল ভাই চমৎকার গেয়েছেন। গানটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করছি, দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ