এশিয়া কাপের ম্যাচ ফি: ভারত দেবে সেনাবাহিনীকে,পাকিস্তান বেসামরিক ক্ষতিগ্রস্তদের
Published: 29th, September 2025 GMT
এশিয়া কাপ শুরুর আগে থেকেই ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে জমছিল রাজনৈতিক উত্তেজনা। সেই উত্তেজনা বাড়তে থাকে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হাত না মেলানোয় এবং ম্যাচের পর দুই দেশের মে মাসের সংঘাত নিয়ে কথা বলার পর, যার জেরে সুপার ফোর পর্বে হারিস রউফ বিমান ভূপাতিতের অঙ্গভঙ্গি দেখান। আইসিসি পরে সূর্যকুমার ও রউফ দুজনকেই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করে।
টুর্নামেন্টের মাঝের সেসব ঘটনা ছাপিয়ে গেছে গতকাল রাতের ফাইনাল। দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানায় ভারত। যার জেরে শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদ্যাপন করতে হয়েছে সূর্যকুমার যাদবদের।
এমনকি পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়কে ‘অপরাশেন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ক্রিকেটে দুই দেশের রাজনৈতিক সংঘাতকে জড়ানোর ঘটনা অবশ্য এটুকুতেই আটকে থাকেনি। ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক নিজেদের ম্যাচ ফিও রাজনৈতিক লড়াইয়ে সম্পৃক্তদের অনুদান হিসেবে দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন।
আরও পড়ুনমোদি বললেন ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর’, নাকভি দিলেন পাল্টা জবাব১২ ঘণ্টা আগেগতকাল ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার বলেছেন, ‘আমি এই টুর্নামেন্টে খেলা সব ম্যাচের আমার ম্যাচ ফি ভারতীয় সেনাবাহিনীর কাছে দিতে চাই।’
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে ভারত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ