বগুড়ার কাহালু উপজেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাহুল সরকার (৩০) নামে যুবদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে তাকে হত্যা করা হয়।

রাহুল শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত সোবহান সরকারের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আরো পড়ুন:

পূবাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ল ট্রাক, নিহত ১

কাহালু থানার পরিদর্শক (তদন্ত) নিতাই চন্দ্র দাস হত্যার তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’’ হত্যার কারণ জানতে এবং জড়িতদের গ্রেপ্তার পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

স্থানীয় সূত্র জানায়, কাহালু উপজেলা মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামে রাহুলের নানার বাড়ি। সেখানে কিছু দিন আগে তিনি একটি পুকুর লিজ নেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাহুল ওই পুকুরে যান। কিছুক্ষণ পর একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে রাহুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। 

ঢাকা/এনাম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত উপজ ল

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ